করোনার প্রকোপ বেড়ে যাবার পর থেকে মানুষের টিকার প্রতি আগ্রহ এখন তুঙ্গে। টিকার জন্য রেজিস্ট্রেশনও করা হচ্ছে প্রচুর পরিমাণে। তবে টিকা প্রত্যাশী মানুষের তুলনায় টিকা পাওয়া মানুষের সংখ্যা নিতান্তই কম। অনেকেই রেজিস্ট্রেশন করার দুই মাস পরেও টিকা পায়নি। অনেকে বিশাল বড় লাইনে দাঁড়িয়ে টিকা না পেয়ে হতাশ। এর সুযোগ নিচ্ছে অসাধু একটি চক্র। দেশে টিকার ঘাটতি মোকাবিলা এবং নিবন্ধনকৃতদের দ্রুত টিকা দিতে যখন স্বাস্থ্য অধিদফতর হিমশিম খাচ্ছে, তখন রাজধানীর ক্লিনিক-ফার্মেসিতে টাকায় মিলছে সেই টিকা!
জানা গেছে, ৫ আগস্ট পর্যন্ত টিকার অপেক্ষায় ছিলেন প্রায় ৭৫ লাখ মানুষ। এরপর ১৯ আগস্ট টিকার জন্য অপেক্ষাকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪০ লাখেরও বেশি। মাত্র ১২ দিনের ব্যবধানে টিকার জন্য অপেক্ষায় থাকা মানুষের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। তাদের অনেকে এক-দেড় মাস আগে নিবন্ধন করেও টিকা নেওয়ার কোনো বার্তা পাননি।
এ পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, দ্রুততম সময়ে টিকার সংকট কাটিয়ে মানুষকে টিকার আওতায় আনতে না পারলে দেশে টিকার জন্য নৈরাজ্য দেখা দিতে পারে। ফলে টিকা গ্রহীতাদের স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি সরকারের টিকা কার্যক্রমে বড় ধরনের বিশৃঙ্খলাও দিতে পারে।
তবে স্বাস্থ্য অধিদফতর বলছে, একটি কেন্দ্রে টিকা দেওয়ার যে সক্ষমতা তার চেয়ে এখন নিবন্ধন বেশি হচ্ছে। তাই এসএমএস পেতে কিছুটা বিলম্ব হচ্ছে।
গত বুধবার রাতে রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের মডার্না টিকা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭) আটক করে পুলিশ। এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার টিকার দুটি অ্যাম্পুল পাওয়া যায়। এছাড়া মডার্নার টিকার খালি বাক্স পাওয়া যায় ২২টি। সেগুলো জব্দ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, আমরা শুধু সংবাদমাধ্যম সূত্রে রাজধানীর একটি ক্লিনিকে টিকা বিক্রির খবর শুনেছি। এরকমভাবে আরও কতগুলো ক্লিনিক চুরি করে টিকা বিক্রি করছে, সে খবর আমাদের জানা নেই। জেলা পর্যায়ে সেই সংখ্যাটি আরও বেশি হতে পারে।
টিকা বিক্রি ঠেকাতে না পারলে একসময় দেখা যাবে টিকার বদলে পানি বা কম পরিমাণে টিকা দেওয়ার মতো ঘটনা ঘটবে। এতে টিকাগ্রহীতা একটা ফলস সিকিউরিটিতে ভুগবেন যে, তিনি টিকা নিয়েছেন।
নিয়মবহির্ভূত টিকা নেওয়াদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা করেছেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজীর আহমেদ। তিনি বলেন, টিকা একটি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ ও নির্দিষ্ট নিয়মে পরিবহন করতে হয়। এর ব্যত্যয় হলে টিকা কার্যকারিতা হারাতে পারে। এসব সুবিধা সব জায়গায় নেই। সেক্ষেত্রে চুরি করেও যদি টিকা বিক্রি করা হয়, তা কোনো কাজে আসবে না। বরং এর মাধ্যমে স্বল্প ও দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা থেকেই যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিবন্ধন করে টিকার অপেক্ষায় রয়েছেন প্রায় এক লাখ ৪৭ হাজার জন। হাসপাতালের ছয়টি বুথে দৈনিক প্রায় দেড় হাজার টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে অর্ধেক পাচ্ছেন প্রথম ডোজের টিকা, বাকিরা দ্বিতীয় ডোজ। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সক্ষমতার চেয়ে অনেক বেশি নিবন্ধন হওয়ায় নিবন্ধিত সবাইকে টিকা দিতে আট থেকে নয় মাস লেগে যেতে পারে।
সরকারি টিকা চুরির বিষয়ে এমআইএস পরিচালক আরও বলেন, ফার্মেসি বা ক্লিনিকে করোনার টিকা পাওয়ার বিষয়টি আমরা শুনেছি। এই ঘটনায় স্বাস্থ্য অধিদফতর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা মনে করি, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। এর পেছনে কে বা কারা জড়িত এমনকি কীভাবে ক্লিনিকে এ টিকা গেল, বিষয়টি জানতে হবে। আপনারা (মিডিয়া) আপনাদের অবস্থান থেকে খুঁজে বের করার চেষ্টা করুন, আমরাও দেখছি।
হাসপাতাল থেকে টিকা সরিয়ে নেওয়ার কোনো সুযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা যে নিয়মে হাসপাতালগুলোতে টিকা পৌঁছে দিই, সেখান থেকে মিসিং হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কীভাবে কী হলো, তা এখনই বলা যাচ্ছে না। হতে পারে কোনো হাসপাতাল থেকে, আবার হতে পারে টিকার মজুতকেন্দ্র থেকে। কিন্তু তদন্ত প্রতিবেদন আসার আগ পর্যন্ত এটি নিয়ে কিছু বলার সুযোগ নেই।
জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের উত্তরখান কলেজিয়েট স্কুলের কেন্দ্রের দায়িত্বে ছিলেন অভিযুক্ত বিজয় কৃষ্ণ তালুকার। টিকা দেওয়ার দায়িত্বে ছিল দরিদ্র পরিবার সেবা সংস্থা ক্লিনিক। এর মালিক বিজয় নিজে।
ওই ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদিন বলেন, অভিযুক্ত ব্যক্তি এলাকায় বাবু নামে পরিচিত। গণটিকার ক্যাম্পেইন চলার সময় প্রতিদিন ৩৫০ জনকে টিকা দেওয়া হয়। সে অনুযায়ী তিনি ২৫টি করে মডার্নার ভায়াল তার কেন্দ্রে নিতেন। কিন্তু মাঝেমধ্যে ৫-৭ ডোজ কম হতো। তদন্ত সূত্রে জানা গেছে, প্রতিটি ভায়ালে ১৪ জনকে টিকা দেওয়ার কথা থাকলেও বিজয় সব সময় কমবেশি করতেন। পরবর্তী সময়ে অতিরিক্ত থাকা ডোজগুলো রেখে কৌশলে বিক্রি করে দিতেন।
কীভাবে এ টিকা গেল, তা এখনও বলতে পারছি না। আমরা অবশ্যই এটি নিয়ে তদন্ত করব। ঘটনার সঙ্গে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডা. মওলা বক্স চৌধুরী, ইপিআইয়ের ব্যবস্থাপক।
এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক এক জাতীয় দৈনিককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, রাজধানীর দক্ষিণখান এলাকার দরিদ্র পরিবার সেবা নামে একটি ক্লিনিকে অবৈধভাবে মডার্না টিকা দেওয়া হচ্ছে। সে অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করি। অভিযানে গিয়ে দেখি, ক্লিনিকে দুজন টিকা নিচ্ছেন। পরে সরকারি নীতিমালা ছাড়া অবৈধভাবে করোনার টিকা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটি মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭) আটক করি। এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার টিকার দুটি অ্যাম্পুল পাওয়া যায়। এছাড়া মডার্নার টিকার খালি বাক্স পাওয়া যায় ২২টি। সেগুলো জব্দ করা হয়েছে।
এসডব্লিউ/এমএন/ডব্লিউজেএ/২৩৩৮
আপনার মতামত জানানঃ