করোনার আগের ভ্যারিয়েন্টের চেয়ে বর্তমান রূপটি সন্তান প্রত্যাশী নারীদের স্বাস্থ্যের ওপর বেশি প্রভাব ফেলে বলে জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক স্বাস্থ্যসেবা সচিব রাফায়েল কামারা এক সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাসের নতুন ধরনটি যতদিন সংক্রমিত করছে ততদিন দেশের নারীদের গর্ভধারণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ভাইরাসের নতুন ধরনটি গর্ভবতী মায়েদের মারাত্মকভাবে আক্রান্ত করছে বলেই এই সতর্কবাণী করেছে তারা।
রাফায়েল বলেন, এই মহামারির মধ্যে যদি সম্ভব হয় তবে নারীরা কিছুদিনের জন্য গর্ভাবস্থা স্থগিত করতে পারেন। এটা তাদের এবং তাদের সন্তানদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। করোনা পরবর্তীতে আরও শান্তিপূর্ণভাবে গর্ভধারণ করতে পারবেন।
তিনি আরও বলেন, যারা ৪২-৪৩ বছর বয়সের আমরা তাদের এই কথা বলতে পারি না। কিন্তু অল্প বয়সী নারীরা চাইলেই কিছুদিন অপেক্ষা করতে পারেন। রাফায়েল বলেন, বিশেষজ্ঞদের ক্লিনিক্যাল অভিজ্ঞতায় দেখা গেছে, নতুন ভ্যারিয়েন্টটি গর্ভবর্তী নারীদের ওপর অনেক বেশি আক্রমানত্মক। সম্প্রতি দ্বিতীয় এবং মাঝেমধ্যে প্রথম তিন মাসে আরও গুরুতর সংক্রমণের শিকার রোগী পাওয়া গেছে।
রাফায়েল জানান, মূলত স্বাস্থ্য ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ এবং আগের তুলনায় করোনার পি১ ধরণ অনেক বেশি সংক্রমণযোগ্য হওয়াতে এই পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের ক্লিনিক্যাল অভিজ্ঞতায় দেখা গেছে করোনার নতুন এই পি১ ধরনটি অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে অনেক বেশি আগ্রাসী।
করোনার আগের ধরনে তৃতীয় ট্রিমেস্টার ও প্রসবের সময় আক্রান্ত হয়েছেন নারীরা। কিন্তু এখন দেখা যাচ্ছে দ্বিতীয় এবং অনেক সময় প্রথম ট্রিমেস্টারেও আক্রান্ত হচ্ছেন এবং অনেকের অবস্থা গুরুতর পর্যায়ে যাচ্ছে।
মহামারিতে বিধ্বস্ত ব্রাজিল। কোভিড-১৯-এর সাম্প্রতিক উত্থানের কারণে ব্রাজিলের শহরগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। হপকিন্স বিশ্ববিদ্যালযয়ের তথ্যানুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ লাখ ৬৮ হাজার ৭৪৯ টি মৃত্যু এবং ১ কোটি ৩৮ লাখ শনাক্ত নিয়ে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬৬ হাজার মানুষের করোনা শনাক্ত হচ্ছে।
বিশেষজ্ঞরা এর জন্য ভাইরাসের মারাত্মক সংক্রামক নতুন ধরনের পাশাপাশি জনগণের সামাজিক দূরত্বের সতর্কতা ঠিকভাবে মেনে না চলাকে দায়ী করছে। এ সপ্তাহের শুরুতেই হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথের মার্সিয়া কাস্ত্রোর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল সতর্ক করে বলেছিল, রাজনৈতিক বিশৃঙ্খলা ও নিষ্ক্রিয়তার কারণে পরিস্থিতি আরও আরও খারাপ হতে পারে।
এসডব্লিউ/এমএন/এসএস/১৬৩৯
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ