করোনাভাইরাসের সংক্রমণ রোধে যুক্তরাজ্যে তৃতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন স্থানীয় সময় সোমবার রাতে এ ঘোষণা দেন। এ সময় তিনি সবাইকে ঘরে অবস্থান করতে আহ্বান জানান। এদিকে জার্মানিতেও লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত প্রক্রিয়াধীন।
যুক্তরাজ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হলো। সোমবার মধ্যরাত থেকে আগামী মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে। এর আওতায় স্কুল, কলেজ, খুব জরুরি নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে বা অবস্থান করতে পারবেন না। বিয়েতে মাত্র ছয় জন লোক ও জানাজার নামাজে ৩০ জন উপস্থিত হতে পারবেন।
মসজিদ খোলা থাকবে। তবে দুই মিটার দূরত্ব রাখা ও মাস্ক পরার বাধ্যবাধকতা পালন করতে হবে। যারা লকডাউনের নীতি ভঙ্গ করবে তাদের প্রথম দফায় ২০০ পাউণ্ড জরিমান করবে পুলিশ। পরে আবারও একই অপরাধ করলে ছয় হাজার ৪০০ পাউণ্ড জরিমানা করা হবে। বড় সমাবেশের জন্য ১০ হাজার পাউণ্ড জরিমানা করা হতে পারে।
আপনার মতামত জানানঃ