দিয়েগো মারাদোনার দেহ সংরক্ষণের আদেশ দিয়েছে আর্জেন্টিনার একটি আদালত। তার বিরুদ্ধে পিতৃত্বের দাবিতে করা একটি মামলার নিষ্পত্তির জন্য ডিএনএ নমুনা সংগ্রহের প্রয়োজনে বুধবার আদালত এই আদেশ দেয় বলে জানিয়েছে বৃটিশ বার্তাসংস্থা বিবিসি। মামলাটি একজন নারীর, যিনি বলছেন মারাদোনা তার জন্মদাতা পিতা। গত ২৫ নভেম্বর মাত্র ৬০ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান ফুটবলের কিংবদন্তি মারাদোনা।
বিবাহিত স্ত্রীর সঙ্গে মারাদোনার দুই সন্তান। স্ত্রীর সঙ্গে কাগজে-কলমে বিচ্ছেদের পরে তিনি আরো ছয় সন্তানের স্বীকৃতি দেন। আর এই মামলাটি ২৫ বছর বয়সী যে নারী করেছেন তার নাম ম্যাগালি গিল। যিনি ওই ছয়জনের মধ্যে ছিলেন না। গিল বড় হয়েছেন দত্তক হিসেবে। কিন্তু দু’বছর আগে তার গর্ভধারিণী তাকে জানান তার পিতা মারাদোনা হতে পারেন।
ইনস্টাগ্রামে গিল এক ভিডিওবার্তায় বলেন, “মারাদোনা আমার জন্মদাতা পিতা কিনা তা জানতে চাওয়া আমার জন্মগত অধিকার।” মারাদোনাকে সমাহিত করা হয়েছে বুয়েনস আইরিসের কাছে একটি সমাধিক্ষেত্রে।এরপর ৩০শে নভেম্বর আদালত প্রয়োজনীয় ময়নাতদন্তের আগে তাকে যেন দাহ না করা হয় সেই মর্মে একটি আদেশ জারি করে। সর্বশেষ বুধবারের আদালাতের রায়ে অনির্দিষ্টকালের জন্য তাকে দাহ করার ওপর নিষেধাজ্ঞা দিলো।
এ বিষয়ে মারাদোনার আইনজীবী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তার ডিএনএ নমুনা তো আছেই। সেজন্য তার দেহ তুলে সংরক্ষণের প্রয়োজন পড়বে না। মারাদোনার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বিবাহিত স্ত্রীর ঘরে তার সন্তানদের সঙ্গে তার স্বীকৃতি পাওয়া অন্য সন্তাদের জটিল আইনী লড়াই শুরু হয়েছে। এখন এর সঙ্গে যুক্ত হলো স্বীকৃতি-প্রত্যাশী গিল।
দিয়েগো মারাদোনার মৃত্যুতে আর্জেন্টিনাসহ সারাবিশ্বে ভক্তদের মাঝে শোকের মাতম চলছে। সেই মুহুর্তে প্রিয় মারাদোনার মৃতদেহ আইনি জটিলতায় পড়ার কারণে ভক্তদের মধ্যে ক্ষুব্দ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
আপনার মতামত জানানঃ