অবসর কাটানোর উপায় হিসেবে দাবা খেলা কখনোই বিপজ্জনক কোনো খেলা হিসেবে বিবেচিত ছিল না। বরং বুদ্ধির জোরে এবং মাথা খাটিয়ে খেলতে হয় বলে দাবার বিশেষ আবেদন রয়েছে। কিন্তু গত সপ্তাহে মস্কোতে আয়োজিত একটি প্রতিযোগিতা যেন সেই ধারণা ভুল প্রমাণ করলো।
প্রতিযোগিতায় ব্যবহৃত একটি রোবট ৭ বছর বয়সী এক শিশুর হাতের আঙুল ভেঙে দিয়েছে বলে খবর একাধিক রাশিয়ান গণমাধ্যমের।
দাবা কৌশলগত চিন্তার খেলা। দাবাড়ুরা শান্ত থেকে একাগ্রতা ও ধৈর্য নিয়ে বুদ্ধিবৃত্তিক এ খেলা খেলে থাকেন। সহিংসতা সাধারণত এর মধ্যে আসে না। কিন্তু রোবটের সঙ্গে দাবা খেলা হলে এখন আর এ কথাগুলো বলা যাবে না।
উল্লেখ্য, গত সপ্তাহে মস্কো ওপেনে সাত বছর বয়সী ক্রিস্টোফার নামের এক শিশুর সঙ্গে একটি ম্যাচ খেলার সময় সহিংস হয়ে ওঠে রোবটটি। শিশুটির দ্রুত চাল দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেনি রোবট। শিশুটির আঙুল চেপে ধরে ভেঙে দিয়েছে।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সর্বত্র এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রোবট নিজের ঘুঁটি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটি নিজের দান দিতে বোর্ডে হাত রাখে। এরপরই দেখা যায় রোবটটি বাচ্চার আঙুল চেপে ধরে। তবে এটা দেখেই সকলে এগিয়ে এসে রোবটের হাত থেকে বাচ্চার আঙুল বাঁচিয়ে নেন।
Jesus… A robot broke kid‘s finger at Chess Tournament in Moscow @elonmusk @MagnusCarlsen
There is no violence in chess, they said.
Come and play, they said. https://t.co/W7sgnxAFCi pic.twitter.com/OVBGCv2R9H
— 🆁🆄🆂🆂🅸🅰🅽 🅼🅰🆁🅺🅴🆃 (@russian_market) July 21, 2022
এই সাত বছরের বাচ্চাটি হল ক্রিস্টোফার। বাজা টেলিগ্রাম চ্যানেলের তথ্য অনুযায়ী, ক্রিস্টোফার মস্কোর ৯ বছর বয়সী দাবাড়ুদের শীর্ষ ৩০ জনের একজন। রোবটটি তার আঙুল চেপে ধরলে দ্রুত তাকে উদ্ধার করা হয়। কিন্তু তার আঙুল ভেঙে গেছে। সেখানে প্লাস্টার করে দেওয়া হয়েছে। তবে ক্রিস্টোফার এ ঘটনায় খুব বেশি ভয় পায়নি। পরের দিনই সে আবার খেলে টুর্নামেন্ট শেষ করেছে।
এই ঘটনায় সুরক্ষা প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠতেই রাশিয়ার চেস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সের্গেই স্ম্যাগিন ব্যাখ্যা দিয়েছেন যে, এই ৭ বছরের ছেলেটি প্রোটোকল ভেঙে রোবটের দান শেষ হওয়ার আগেই দান দিয়েছে। তিনি বলেছেন, ‘এটা খুব বিরল ঘটনা। আমার স্মৃতিতে এরকম ঘটনা প্রথমবারই হল।’ তিনি জানিয়েছেন, খুব গুরুতর কোনও চোট পায়নি ক্রিস্টোফার। সেই আঙুলে প্লাস্টার করা অবস্থায় দাবা খেলেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়েছে এবং নথিতে স্বাক্ষরও করেছে।
জানা গেছে, রোবটের চাল দেওয়া শেষ না হতেই শিশুটি নিজের চাল দেওয়ার জন্য হাত বাড়ায়। ফলে রোবটের মধ্যে থাকা কৃত্রিম অভিঘাতী ক্ষমতা সক্রিয় হয়ে ওঠে এবং কয়েক সেকেন্ডের জন্য তার আঙ্গুল মুচড়ে দেয়। ততক্ষণে প্রাপ্তবয়স্ক কয়েকজন এসে রোবটের মুষ্ঠি থেকে শিশুটির হাত ছাড়িয়ে আনেন।
এ ধরনের দুর্ঘটনা খুবই বিরল উল্লেখ করে ফেডারেশন অব রাশিয়ান চেস-এর ভাইস প্রেসিডেন্ট বলেন, “খেলায় নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা ঐ শিশুটি ভঙ্গ করেছে। সে যখন চাল দিতে গিয়েছিল, তখন বুঝতে পারেনি যে তাকে আগে অপেক্ষা করতে হবে।”
তিনি আরো বলেন, দাবা খেলায় ব্যবহৃত এই রোবটগুলো সম্পূর্ণ নিরাপদ; শিশুদেরকে বরং আরও ভালোভাবে সতর্ক করতে হবে।
এ বিষয়ে মস্কো দাবা ফেডারেশনের প্রেসিডেন্ট সের্গেই লাজারেভ সংবাদ সংস্থা তাস’কে বলেন, “ব্যাপারটা অবশ্যই খুব খারাপ হয়েছে।”
সের্গেই লাজারেভ জানান, রোবট দিয়ে আগেও বহুবার বহু ম্যাচ খেলা হয়েছে এবং কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে শিশুটি টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত খেলতে পেরেছিল বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।
এসডব্লিউ/এসএস/১৫৫৫
আপনার মতামত জানানঃ