উত্তরপ্রদেশ নির্বাচনের আগে হঠাৎই উত্তপ্ত মথুরা। বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, আগামী ৬ ডিসেম্বর মথুরায় তারা শাহি ইদগাহে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তি বসাবে এবং জলাভিষেক করবে। এর পেছনে তাদের দাবি, ওটাই শ্রীকৃষ্ণের আসল জন্মস্থান।
উল্লেখ্য, সেখানে একটি বিশিষ্ট মন্দিরের কাছাকাছি একটি মসজিদে রয়েছে। আর এই আবহে হিন্দু মহাসভার মূর্তি স্থাপনের হুঁশিয়ারিতে এলাকার সম্প্রীতি নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
প্রসঙ্গত, মসজিদে শ্রীকৃষ্ণের মূর্তি বসানো নিয়ে প্রশাসনের অনুমতিও চেয়েছিল হিন্দু মহসভা। কিন্তু তাদের ওই অনুরোধ খারিজ করা হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, শান্তিভঙ্গ হতে পারে, এমন কোনো অনুষ্ঠানের অনুমতি দেয়ার কোনো প্রশ্নই নেই।
এর পাশাপাশি নারায়ণী সেনা নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন ঘোষণা করেছে, তারা মসজিদ সরিয়ে নেয়ার দাবিতে বিশ্রাম ঘাট থেকে শ্রীকৃষ্ণ জন্মস্থান পর্যন্ত মিছিল করবে।
এই দুই দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন মথুরা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে। চার বা তার বেশি সংখ্যক মানুষের জমায়েত নিষিদ্ধ হয়েছে। নারায়ণী সেনার সম্পাদক অমিত মিশ্রকে কোতয়ালি থানায় আটকে রাখা হয়েছে। তাদের সভাপতি মনীশ যাদবকে লখনউতে আটক করা হয়েছে।
মথুরার জেলাশাসক নভনীত সিং চাহাল বলেছেন, মথুরায় কাউকেই শান্তি ও সম্প্রীতি ভঙ্গ করতে দেওয়া হবে না। তিনি ও পুলিশ সুপার গৌরব গ্রোভার বলেছেন, মন্দির ও মসজিদ দুই জায়গাতেই নিরপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। কাওয়ামি একতা মঞ্চের তরফ থেকেও মুখ্যমন্ত্রীকে আরো নিরাপত্তা বাহিনী মোতায়েন করার অনুরোধ করা হয়েছে।
কেন এই হুমকি?
এই প্রথম নয়, এর আগেও হিন্দু মহসভার নেত্রী রাজ্যশ্রী চৌধুরী দাবি করেছিলেন, আগামী ৬ ডিসেম্বর বাবরি ধ্বংসের দিন তারা শাহি ইদগাহে শ্রীকৃষ্ণের মূর্তি বসাবেন। আর একই সাথে মহা-জলাভিষেক করে পুরো জায়গাটা পবিত্র করা হবে।
প্রবীণ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য বলেছেন, মথুরা সঙ্ঘ পরিবারের এজেন্ডায় আগে থেকেই ছিল। কাশীও আছে। মথুরাতে এখন যা হচ্ছে তা সঙ্ঘ পরিবার নয়, ছোট কয়েকটি দক্ষিণপন্থি গোষ্ঠী করছে। তার মতে, মথুরার বিষয়টি নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়।
বিরোধী দলগুলো বিশেষ করে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের অভিযোগ, উত্তরপ্রদেশে ভোটের আগে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে ক্ষমতাসীন বিজেপি। যোগী আদিত্যনাথ তার ভাষণে এমন সব কথা বলছেন, এমন প্রসঙ্গ টানছেন, যাতে পরিস্থিতি খারাপ হতে বাধ্য।
The District Magistrate said that the Hindu Mahasabha had requested permission to install the Lord Krishna idol at the Shahi Idgah mosque but it was turned down. “Nobody will be allowed to disturb the peace and tranquillity in #Mathura,” he added.https://t.co/9HWPoKj0Hr
— The Indian Express (@IndianExpress) November 28, 2021
বিজেপি অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিচ্ছে। তাদের দাবি, যোগী সরকার অযোধ্যায় রামমন্দির তৈরির কাজ সুগম করছে, অন্য কিছু নয়।
উল্লেখ্য, সপ্তদশ শতকের মসজিদটি সরিয়ে নেয়ার বিষয়ে একটি মামলা এখন স্থানীয় আদালতে বিচারাধীন। স্থানীয় আদালত আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছে।
এসডব্লিউ/এসএস/১৪৩৫
আপনার মতামত জানানঃ