মিথ্যা মামলার শিকার ব্যক্তিদের মামলাকারীর বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা দায়ের করা উচিত বলে মনে করেন বাংলাদেশের নতুন নিযুক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন৷
ডয়চে ভেলে বাংলার ইউটিউব টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’-এর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন
অনুষ্ঠানে মিথ্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন ‘‘যারা মিথ্যা মামলার শিকার হবেন, তাদের প্রত্যেকের ক্ষতিপূরণের মামলা করা উচিত৷ এমনিতে ২১১ ফৌজদারি কার্যবিধিতে মামলা করা যাচ্ছেই, আমি সেটা বলছি না, আমি বলছি, তাদের প্রত্যেকের ক্ষতিপূরণের মামলা করা উচিত৷ কারণ, একটি মানুষকে যদি বিনা কারণে, বিনা অপরাধে জেল খাটানো হয়… যে অন্যায় বা মিথ্যা মামলা করে, তার কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, তার উচিত হচ্ছে একটি দেওয়ানি মামলা করা৷ মানে, মানি স্যুট ফাইল করা৷ এটি তো প্রমাণ হওয়া খুব ইজি (সহজ) হবে৷’’
ক্ষতিপূরণ চেয়ে মামলা করার সামর্থ্য সবার আছে কিনা এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলবেন বলে জানান৷
‘‘…মিথ্যা মামলা যদি প্রমাণিত হয় তাহলে ঐ জজ সাহেব যেন, যেই আদালতে বিচার হবে, তিনি যেন ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন- এ বিষয়ে আমি আইনমন্ত্রীর সাথে কথা বলতে পারি৷’’
অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, সরকার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার পছন্দের লোককে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়৷ বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘‘ক্ষমতাসীন সরকার তার পছন্দের লোককে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় যেন তারা যে নীতি, আদর্শে বিশ্বাস করে, তারা যেভাবে কাজ করতে চায়, রাষ্ট্রকে যেভাবে পরিচালনা করতে চায়, সেভাবে পরিচালনা করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় বা আইনগত পরামর্শ দরকার হয়, তখন তারা অ্যাটর্নি জেনারেলের দ্বারস্থ হয়৷’’
আপনার মতামত জানানঃ