বিতর্ক পিছু ছাড়ছে না গণটিকাদান কর্মসূচি। চট্টগ্রামে এই কর্মসূচির প্রথম দিনই নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নগরের বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরের সরবরাহ করা বিশেষ টোকেন ছাড়া করোনার টিকা মিলছেনা।
অথচ এমন কোনো টোকেনের উল্লেখ নেই এই কর্মসূচিতে। জাতীয় পরিচয় পত্র দেখিয়ে ২৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী জনগোষ্ঠী, পঞ্চাশের বেশি বয়সী জনগোষ্ঠী ও নারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার কথা। এই অনিয়মের বলি হয়ে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও টোকেন না থাকায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন হাজারো সাধারণ মানুষ।
সকাল সাড়ে ৬ টায় চান্দগাঁও এলাকার টিকা কেন্দ্র সিডিএ স্কুল এন্ড কলেজে কয়েকশ নারী-পুরুষ আলাদা দুটি লাইনে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু সকাল সাড়ে আটটার দিকে ‘কাউন্সিলরের লোক’ পরিচয়ে কয়েকজন এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা নারী-পুরুষ ও বয়োবৃদ্ধদের সরিয়ে দেয়।
এ প্রসঙ্গে ভোর পাঁচটা থেকে টিকার জন্য অপেক্ষা করতে থাকা সাবেক ব্যাংক কর্মকর্তা কামাল উদ্দিন তালুকদার বলেন, “ফেব্রুয়ারি মাসে টিকার জন্য রেজিষ্ট্রেশন করিয়েছিলাম। কিন্তু মেসেজ আসেনি। তাই আজ জাতীয় পরিচয় পত্র নিয়ে সবার আগে এসেছি। কিন্তু কাউন্সিলের লোকজন বলছে টোকেন নিয়ে আসতে হবে; নয়তো টিকা মিলবে না। সরকার এমন কোনো বিশেষ টোকেনের ঘোষণা দিয়েছে বলে আমার জানা নেই।”
গৃহকর্মী নুরজাহান বলেন, “সকালে কাজে যাওয়ার আগে টিকা দিতে চাইছিলাম। টিভিতে শোনা নির্দেশনা অনুযায়ী জাতীয় পরিচয় পত্র সঙ্গে এনেছি। কিন্তু আমাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে; আমার নাকি টোকেন নাই।”
সুফলা চাকমা নামে এক নারী বলেন, “আমরা সরকারি চাকরি করি। ঘোষণা অনুযায়ী এনআইডি কার্ড নিয়ে টিকা নিতে এসেছি। কিন্তু টোকেন না থাকায় টিকা পাচ্ছি না। কাউন্সিলর যে টোকেন দেবেন তা তো আমাদের জানানো হয়নি। এমনকি একটা ব্যানারো টাঙানো হলেও আমরা জানতে পারতাম।”
এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে বলেন, “স্থানীয়দের সুবিধার কথা বিবেচনা করে জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়েছি। টোকেনের বিষয়ে স্বাস্থ্য বিভাগ থেকে কেনো নির্দেশনা নেই। সাধারণ মানুষের টিকা না পাওয়ার বিষয়টি খুব দুঃখজনক ও অমানবিক।”
এ বিষয়ে ৪ নং চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক বলেন, “এখানে লাইন ধরার কোনো বিষয় নেই। যাদের টোকেন দেওয়া আছে ওরাই আসবে।” এই টোকেন কারা পেয়েছে এ প্রসঙ্গে কাউন্সিলর এসরারুল বলেন, “রেজিস্ট্রেশন করে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।”
আইটি প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, “ছোট বোনকে নিয়ে টিকা নিতে এসেছি। কিন্তু কাউন্সিলেরর লোকজন তাদের পছন্দের মানুষদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন। সাধারণ মানুষকে টিকা নেই বা পরে আসুন বলে চলে যেতে বলছে।”
এদিকে, ৩ নং ওয়ার্ডের টিকা কেন্দ্র আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ কেন্দ্র কথিত ভলান্টিয়াররা তাদের পছন্দের মানুষকে টিকা পাওয়ার সুযোগ করে দিচ্ছে। ৭ নং ওয়ার্ডের হামজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা প্রার্থীদের দীর্ঘ লাইনে প্রায় সবার হাতেই বিশেষ টোকেন। হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে টোকেন বিহীন টিকা প্রার্থীদের চলে যেতে বলা হচ্ছে।
এসডব্লিউ/এমএন/এসএস/১৮০৪
আপনার মতামত জানানঃ