শহীদ পরিবারকে নিয়ে কটুক্তির অভিযোগে নীলফামারীর সৈয়দপুরে একজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল রোববার সৈয়দপুর শহরের চাল ব্যবসায়ী মো. ইকবালের (৪২) নামে মামলাটি করা হয়। মামলার বাদী সৈয়দপুর প্রজম্ম ’৭১-এর সাধারণ সম্পাদক মহসিনুল হক।
মামলার এজাহারে মহসিনুল হক অভিযোগ করেন, ইকবাল ১৯ জুন ফেসবুকের একটি পোস্টের কমেন্টে শহীদ সন্তানদের নিয়ে কটূক্তি করেন। তিনি তাদের ‘শয়তানের’ সঙ্গে তুলনা করেন। এ ঘটনায় তিনি সৈয়দপুর থানায় ইকবালকে আসামি করে মামলা করেছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। শিগগিরই আসামিকে গ্রেপ্তার করা হবে।’
প্রজম্ম ’৭১ সৈয়দপুর জেলা শাখার সভাপতি এ এম মঞ্জুর হোসেন বলেন, যেখানে জাতীয় সংসদে প্রতিটি কার্যদিবসে বারবার ৩০ লাখ শহীদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়, সেখানে কীভাবে একজন ব্যক্তি শহীদ পরিবারকে নিয়ে কটূক্তি করেন? তিনি অবিলম্বে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে গত দুই বছরে সাংবাদিক, রাজনীতিক, শিল্পী, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, গার্মেন্টসকর্মী থেকে শিক্ষক ছাত্র পর্যন্ত আসামী হয়ে জেল খেটেছেন।
এ আইন নিয়ে বিতর্ক এবং উদ্বেগের মূল কারণ হিসেবে বলা হয় বেশকিছু ধারার মাধ্যমে যথেচ্ছা হয়রানির সুযোগ রয়েছে।
এ আইনের ৪৩ ধারায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিনা পরোয়ানায় তল্লাশি, জব্দ এবং আটকের অসীম ক্ষমতা দেয়া হয়েছে। আর আইনে ব্যাক্তি বা রাষ্ট্রের ভাবমূর্তী ক্ষুণ্ন করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত বা উস্কানি, মানহানিকর তথ্য প্রচার ও প্রকাশ এবং আইন শৃঙ্খলার অবনতির মতো বিষয়গুলোতে বিভিন্ন ধারায় অপরাধ ও শাস্তির বিধান রয়েছে। এসব ক্ষেত্রে ভুল ব্যাখ্যার সুযোগ রয়েছে বলে মনে করেন অনেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদা বলেন, সংবিধানে নাগরিকদের স্বাধীন মত প্রকাশের অধিকার দিয়েছে। যেখানে ডিজিটাল নিরাপত্তা আইনে অনেক ক্ষেত্রে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব হচ্ছে।
“সবার মধ্যে একটা ভীতি যে এইটা বললে কী হবে! এবং আমরাও বলি যে এতকিছু বলো না তোমার বিপদ হবে। এটা স্বাধীন দেশে আমরা কেন করবো? এটা কিন্তু বেশ স্বার্থকভাবে সরকার করে ফেলেছে। সেল্ফ সেন্সরশিপ একটা ভীতি প্রদর্শন, ভীতি মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়া।”
এসডব্লিউ/এমএন/এফএ/১৬২০
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ