করোনা টিকার দুই ডোজের মধ্যকার লম্বা বিরতি আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় বলে জানিয়েছেন বিশ্বের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. অ্যান্টনি ফাউসি।
শুক্রবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. ফাউসি বলেন, সম্প্রতি বিশ্বজুড়ে সার্স-কোভ-২ বা মূল করোনাভাইরাস ছাড়াও এর কয়েকটি অভিযোজিত ধরন বা ভ্যারিয়েন্টের অত্যন্ত সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই অভিযোজিত ধরনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মূল করোনাভাইরাসের চেয়ে শক্তিশালী।
বিশ্বের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞের ভাষ্য, যদি কোনো ব্যক্তি করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নিতে দীর্ঘ বিরতি দেন, সেক্ষেত্রে তিনি করোনার যেকোনো অভিযোজিত ধরনে আক্রান্তের ঝুঁকিতে থাকেন।
ফাউসি এর ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমরা যুক্তরাজ্যের ক্ষেত্রে দেখেছি, তারা দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়িয়েছিল। এই সময়ের মধ্যে করোনার বিভিন্ন ধরনে আপনি সংক্রমিত হতে পারেন। তাই আমরা পরামর্শ দিয়েছি, যে শিডিউল রয়েছে, তার মধ্যে টিকা গ্রহণ করুন।’ তবে তিনি এও বলেছেন, যদি টিকার সরবরাহ খুবই কম থাকে, তবে দুই ডোজের মধ্যে সময় বাড়ানো জরুরি হয়ে পড়ে।
ভারতের করোনাভাইরাসের টিকার সংকট দেখা দেওয়ার পর অ্যাস্ট্রাজেনেকার টিকার দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করা হয়। যদিও এই দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান ছিল ৬ থেকে ৮ সপ্তাহ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়ানো হলো। এর আগে গত মার্চে টিকার দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান ২৮ দিন থেকে বাড়িয়ে ৬ থেকে ৮ সপ্তাহ করা হয়। তখন বলা হয়েছিল, ‘ভালো ফলের জন্য’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এনডিটিভি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে ফাউসিও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ভারতের বেশিরভাগ রাজ্যে করোনাভাইরাসের ডেল্টা ধরন শনাক্ত হয়েছে। করোনাভাইরাসের এই ধরনটি মূল ভাইরাসের তুলনায় অনেক দ্রুত ও নিখুঁতভাবে মানবদেহে সংক্রমিত হওয়ার ক্ষমতা রাখে এবং তা প্রমাণিত। কোনো দেশে যদি ডেল্টা ধরন শনাক্ত হয় তাহলে এখন প্রায় নিশ্চিতভাবেই বলা যায় যে সেখানে খুব দ্রুত উচ্চহারে করোনা সংক্রমণ দেখা দেবে। বিশেষ করে ওই দেশের বেশিরভাগ নাগরিক যদি টিকা না নিয়ে থাকেন।’
করোনার দ্বিতীয় ঢেউ থেকে পরিত্রাণ পেতে ভারত ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোকে গণটিকাদান কর্মসূচির ওপর জোর দেওয়া প্রয়োজন উল্লেখ করে ফাউসি বলেন, ‘যত দ্রুত সম্ভব অধিকসংখ্যক মানুষকে টিকার আওতায় আনা উচিত। যদিও গবেষণায় দেখা গেছে, ডেল্টার সংক্রমণ ক্ষমতা এতই বেশি যে টিকার দুই ডোজ নেওয়ার পরও অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরও আমি বলব, মহামারির বিরুদ্ধে লড়াইয়ে এখন পর্যন্ত আমাদের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্র এটি। বিশ্বের যত বেশিসংখ্যক মানুষকে আমরা টিকার আওতায় আনতে পারব, তত দ্রুত এই মহামারি থেকে মুক্তি মিলবে।
দরিদ্র দেশগুলোকে একশ কোটি টিকা দিচ্ছে জি-৭
বিশ্বের জন্য এক বিলিয়ন ডোজ করোনার টিকা দান করবেন জি-৭ নেতারা। যুক্তরাজ্যের পক্ষ থেকে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ কথা বলা হয়।
সম্মেলন শুরুর আগে বৃহস্পতিবার করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই জোরদার করতে ফাইজারের ৫০ কোটি ডোজ টিকাদানের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ঘণ্টাখানেক পরই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, যুক্তরাজ্যের পক্ষ থেকে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, উদ্বৃত্ত থাকা কমপক্ষে ১০ কোটি ডোজ টিকা দরিদ্র দেশগুলোতে বিতরণ করবে তার দেশ। করোনা মহামারির মধ্যে ইংল্যান্ডের পর্যটন শহর কর্নওয়ালের সেন্ট আইভসে শুক্রবার শুরু হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ সম্মেলন। এই সম্মেলন শুরুর প্রাক্কালে বিশ্বকে টিকা দান করার বিষয়ে যুক্তরাজ্যের কাছ থেকে সুখবর এলো।
বিশ্বের বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো করোনার টিকার বড় ধরনের সংকটে রয়েছে। অন্যদিকে বিশ্বের ধনী দেশগুলো ইতোমধ্যে বিপুল সংখ্যায় করোনার টিকা কিনে নিয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা চলছে। টিকার ন্যায্য বণ্টন নিশ্চিত করতে জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানানো হচ্ছে। দরিদ্র দেশগুলোর সঙ্গে টিকার বাড়তি মজুত ভাগ করে নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তার জন্য ধনী দেশগুলোর ওপর চাপ বাড়ছে। এমন প্রেক্ষাপটে গত সপ্তাহেই দরিদ্র দেশগুলোর টিকার ব্যবস্থা করতে।
জি-৭ নেতাদের প্রতি আহ্বান জানান সাবেক দুই শতাধিক নেতারা। যার মধ্যে বিভিন্ন দেশের শতাধিক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
এসডব্লিউ/এমএন/ এফএ/১২৩৯
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ