নওগাঁর বদলগাছিতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আবু হাসানকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার মিঠাপুর ইউনিয়নের চতুর্থ শ্রেণিতে পড়া স্কুলছাত্রী স্থানীয় মসজিদের ইমাম আবু হাসানের বাসায় নিয়মিত আরবি পড়তে যায়।
শনিবার (২৯ মে) সকালে উপজেলার মিঠাপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রাম থেকে তাকে আটকের পর পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। আবু হাসান ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং স্থানীয় একটি মসজিদের ইমাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, করোনাভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আবু হাসানের কাছে গত চারমাস ধরে আরবি শিখে ওই ছাত্রী। শনিবার সকালে অন্য শিশুরা আসতে দেরি হলে ওই শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করেন আবু হাসান। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে পুলিশে দেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নির্যাতিতা শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের মতে, ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ৬২৬ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। তবে বাংলাদেশের সমস্ত ধর্ষণ পরিসংখ্যানের মতোই প্রকৃত চিত্র এর বহুগুণ বেশি। কারণ বেশিরভাগ ঘটনাই কখনও রিপোর্ট করা হয় না।
সংস্থাটি জানায়, ২০২০ সালে ১৩ থেকে ১৮ বছর বয়সী শিশুরাই ধর্ষণের শিকার হয়েছে বেশি। এরপর ৭ থেকে ১২ বছর বয়সী শিশু রয়েছে। শিশুদের চকলেট বা খাবারের লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে, মেরে ফেলার হুমকি দিয়ে এবং ঘরে একা পেয়ে ধর্ষণও করা হয়েছে। এমনকি ত্রাণ দেয়ার কথা বলে ধর্ষণের ঘটনা ঘটেছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের তথ্যে বলা হয়, ২০১৯ সালে সারাদেশে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছিল ৯৫৬টি।
এসডব্লিউ/এমএন/ এফএ/২০২০
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগীতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ