হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসোর্টকাণ্ডে সহিংসতার মামলায় গ্রেফতার হওয়া প্রধান আসামি মাওলানা ইকবাল হোসেন কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১২টায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পিতার মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়ে ইকবাল হোসেনের বড় মেয়ে মাহবুবা আক্তার দাবি করেছেন, তার পিতাকে বিনা অপরাধে ধরে এনে এভাবে মেরে ফেলা হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ৩টায় বাবা মারা গেছেন। তাকে বিনা অপরাধে ধরে এনে এভাবে মেরে ফেলা হয়েছে। সকালে জানানো হয়েছিল তিনি খুব অসুস্থ। এখানে এসে আমরা দেখি তিনি আইসিইউতে রয়েছেন। তাকে ৩টায় মৃত ঘোষণা করা হয়।
মাওলানা ইকবাল হোসেন সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ছিলেন। তার বাবার নাম আবু সাঈদ। তার স্ত্রী ও ৪ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।
গত ১১ এপ্রিল রাজধানীর জুরাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি দল। সোনারগাঁর রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির মামলার প্রধান আসামি মাওলানা ইকবাল। পরে সোনারগাঁ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে র্যাব।ইকবাল হোসেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের খতিব ছিলেন।
সোনারগাঁ থানায় করা দুই মামলায় ১২ এপ্রিল তিন দিনের পুলিশি রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন ইকবাল হোসেন। নারায়ণগঞ্জ কারাগারে আটক থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ার কারণে ১৫ মে তাকে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুর ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইকবাল হোসেন মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ ঘোষ।
জেল সুপার জানান, সন্ত্রাস দমন আইনের একটি মামলার আসামি মাওলানা ইকবাল হোসেন বেশ কিছু দিন ধরে কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। গত ১৫ মে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
তিনি বলেন, সরকার বিধি অনুযায়ী নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, চলতি বছরের ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হামলা চালিয়ে এক নারীসহ মাওলানা মামুনুল হককে ছিনিয়ে নেওয়া এবং পরিবতিতে সংহিসতার ঘটনায় সন্ত্রস দমন আইনের মামলায় গ্রেফতার হন মাওলানা ইকবাল হোসেন। গ্রেফতারের পর তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে সোহরাওয়াদী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ইকবাল হোসেনের ভায়রা আলী খান বলেন, হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে আজ সন্ধ্যায় তার লাশ সোনারগাঁ পৌরসভার উদ্ববগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৮৫০
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগীতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ