আফগান সরকার ও তালেবানদের মধ্যে ঈদ উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় দিনে শুক্রবারের জুমার নামাজ চলাকালে ঘটা এক বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আলজাজিরা এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে শাকারদারা জেলার একটি মসজিদে এই বিস্ফোরণটি ঘটে। তাৎক্ষণিকভাবে কেউ এর দায় স্বীকার করেনি।
এই ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে উল্লেখ করে কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামার্জ জানান, মসজিদটির ভেতরে আগেই বিস্ফোরক রাখা ছিল।
কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফ্রামুর্জ বলেছেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে যাদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।’
দুই পক্ষই সম্মতি জানিয়েছিল যে ঈদ উপলক্ষে তিন দিন তারা যুদ্ধবিরতি পালন করবে। প্রায় দুই দশকের লড়াইতে এ ধরনের যুদ্ধবিরতি হয়েছে মাত্র চারবার।
তবে আফগানিস্তান জুড়ে চারটি পৃথক ঘটনায় অন্তত ১১ জন নিহত হওয়ার একদিন পরেই এই বিস্ফোরণ সরকার ও তালেবানদের মধ্যে যুদ্ধবিরতির শান্তি বিনষ্ট করেছে।
সাময়িক এই যুদ্ধবিরতির সময় উভয় পক্ষের মধ্যে সরাসরি লড়াইয়ের কোনো খবর পাওয়া যায়নি। তবে রাস্তার পাশে পুতে রাখা বোমায় মারা যাচ্ছেন বেসামরিক মানুষ।
গত ১ মে থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে থাকা আড়াইশ বাহিনী প্রত্যাহার শুরু করার পর থেকেই দেশটিতে সহিংসতার ঘটনা আরও বেড়ে গেছে।
গত সপ্তাহে একটি গার্লস স্কুলের কাছে বোমা হামলার ঘটনায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে বড় একটা অংশ ছিলেন স্কুলের ছাত্রী।
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ