বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে নতুন করে বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) চিঠি দিয়েছে আদানি গ্রুপ। চলতি বছরের জুনের মধ্যে বকেয়া ৮৪ কোটি ৫০ লাখ ডলার পরিশোধ করার সময় বেঁধে দেয়া হয়।
বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে নতুন করে বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) চিঠি দিয়েছে আদানি গ্রুপ। চলতি বছরের জুনের মধ্যে বকেয়া ৮৪ কোটি ৫০ লাখ ডলার পরিশোধ করার সময় বেঁধে দেয়া হয়। ওই চিঠিতে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া বিল ৩০ জুনের মধ্যে শোধ করা হলে বিলম্ব ফি মওকুফ করারও প্রস্তাব দেয় আদানি।
এর আগে গত বছরের ৭ নভেম্বর পর্যন্ত বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে সময় বেঁধে দিয়ে চিঠি দিয়েছিল আদানি। ওই সময় ৮০০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট থেকে বিদ্যুৎ রফতানিও বন্ধ করে দেয়া হয়।
গতকাল পিডিবিকে পাঠানো চিঠিতে আদানি বলেছে, পিডিবির কাছে তাদের পাওনা ৮৪ কোটি ৫০ লাখ ডলার। ৬ জানুয়ারি পর্যন্ত সময়ে বিপিডিবিকে সরবরাহ করা বিদ্যুতের বিল হিসেবে এ বকেয়া জমেছে পিডিবির কাছে। জুনের মধ্যে বিল পরিশোধ করা না হলে চুক্তি অনুসারে বিলম্ব ফি হিসেবে পরিশোধ করতে হবে পিডিবির। তবে পিডিবির হিসাবে, আদানির পাওনা ৭০ কোটি ডলারের মতো।
বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ নিরসনে ৯ জানুয়ারি আদানি ও বিপিডিবির বৈঠক হয়। ওই বৈঠকে আলোচনার ভিত্তিতে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে আদানি গ্রুপ। বৈঠকে আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়েছে ১৬ জানুয়ারি স্বাক্ষরিত আদানির চিঠিতে। এতে বলা হয়েছে, বকেয়া শোধ না হওয়ায় তারল্য সংকটে ভুগছে আদানির গড্ডা বিদ্যুৎ কেন্দ্র।
আপনার মতামত জানানঃ