পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত এলাকার বুরগি পুলিশ স্টেশনে (থানা) জঙ্গিদের হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। গতকাল শনিবার রাতে এ হামলা হয়। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাতে স্থানীয় সংবাদমাধ্যম ডন এসব তথ্য জানিয়েছে।
লাক্কি পুলিশের মুখপাত্র শহীদ হামিদ ডনকে বলেন, ‘মধ্যরাতে জঙ্গিরা পুলিশ স্টেশনে হামলা করেছে এবং ভবনটিতে ঢোকার চেষ্টা করেছে।’ ওই সময় ৬০ জনের বেশি পুলিশ সদস্য দায়িত্বে নিযুক্ত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
শহীদ হামিদ আরও বলেন, পুলিশ সদস্যরা প্রায় ৪৫ মিনিট ধরে জঙ্গিদের সঙ্গে লড়াই চালিয়েছেন। এরপর হামলাকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। থানাটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত। পার্শ্ববর্তী লাক্কি শহর থেকে ওই থানায় পৌঁছাতে দেড় ঘণ্টার মতো সময় লাগে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা হাতে তৈরি গ্রেনেড এবং রকেট লঞ্চারসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে থানায় হামলা চালিয়েছে। পুলিশের সঙ্গে ব্যাপক গুলি বিনিময়, ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সন্দেহভাজন সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের ধরতে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে এই জেলায় পুলিশের ওপর আগের একটি হামলার দায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) স্বীকার করেছিল। বেশ কয়েকটি সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রক হিসেবে ২০০৭ সালে টিটিপি প্রতিষ্ঠিত হয়। গত মাসে একই এলাকায় পুলিশের একটি টহল গাড়িতে সন্ত্রাসী হামলায় ছয় পুলিশ সদস্যকে হত্যার দায় স্বীকার করেছে তারা।
এ ছাড়াও আল-কায়েদার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে বলে মনে করা এই গোষ্ঠীটিকে পাকিস্তান জুড়ে বেশ কয়েকটি মারাত্মক হামলার জন্য দায়ী করা হয়েছে। যার মধ্যে রয়েছে ২০০৯ সালে সেনা সদর দপ্তরে হামলা, সামরিক ঘাঁটিতে হামলা এবং ২০০৮ সালে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে বোমা হামলা।
আজ সকালে লাক্কি পুলিশ লাইনে নিহত দুই পুলিশ সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
এক বিবৃতিতে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান হামলার নিন্দা জানিয়েছেন। নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
পাকিস্তান পিপলস পার্টির টুইটার অ্যাকাউন্টের এক পোস্টে বলা হয়, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হামলার নিন্দা জানিয়েছেন। শহীদ পুলিশ কর্মকর্তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসবাদী ঘটনা বেড়েছে উল্লেখ করে তিনি উদ্বেগ জানান।
গত ২৮ নভেম্বর তালেবান পাকিস্তান সরকারের সঙ্গে তাদের অস্ত্রবিরতি চুক্তি বাতিল। তারা তাদের সদস্যদের দেশজুড়ে হামলা চালানোর নির্দেশ দেয়। তখন টিটিপির এক বিবৃতিতে বলা হয়, লাক্কি মারওয়াত এলাকায় সামরিক সংস্থাগুলো অবিরত হামলা শুরু করায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান এই হামলাকে কাপুরুষিত কাজ উল্লেখ করেছেন। তিনি প্রদেশের পুলিশ প্রধানকে দ্রুত হামলার প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী থানায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও এ হামলার নিন্দা করেছেন। শহীদ পুলিশ কর্মকর্তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি। কেপিতে সন্ত্রাসবাদের ঘটনা বৃদ্ধির বিষয়টি উদ্বেগজনক বলে উল্লেখ করে তিনি সন্ত্রাসীদের দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এসডব্লিউএসএস১৯২১
আপনার মতামত জানানঃ