ব্যবসা, দাপ্তরিক কাজকর্ম ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রয়োজেন পৃথিবীর যে কোনো দেশ থেকে সিঙ্গাপুরে যেতে পারবে সবাই। এমন একটি সরকারী নির্দেশনা জারি করা হয়েছে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে, এমনটাই জানাচ্ছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা
খবরে বলা হচ্ছে, করোনার পরিপ্রেক্ষিতে দেশটির বসে যাওয়া পর্যটনখাতকে কিছুটা চাঙা করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে অর্থনৈতিক ধস সামলাতে শত শত কোটি ডলার ব্যয় করেছে সিঙ্গাপুর। অর্থনীতিতে এত খারাপ অবস্থা দেশটিতে আর কখনো আসেনি। আগামী জানুয়ারির দ্বিতীয়ার্ধ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। তবে এই ব্যবস্থার আওতায় যারা যাবে তাদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানিয়ে দিয়েছে দেশটির সরকার।
আগামী বছর সে দেশে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বিমান যোগাযোগ আবার চালু করার চেষ্টা করছে তারা। ওই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা যোগ দেবেন।
আপনার মতামত জানানঃ