গত ৪ সেপ্টেম্বর ময়মনসিংহ থেকে গ্রেপ্তার চার জঙ্গি রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত জঙ্গি আস্তানার তথ্য দিয়েছে। জানা যায়, বসিলার বাসাটিতে জেএমবির শীর্ষস্থানীয় একজন নেতা থাকতেন। এসব তথ্যের ভিত্তিতে বসিলার জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করা হয়।
আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বসিলার জঙ্গি আস্তানার অভিযান শেষে র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা জানান। অভিযানে জেএমবির এক শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। এছাড়া বেশকিছু অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘গত ৪ সেপ্টেম্বর ময়মনসিংহের খাগডহর এলাকায় গ্রেপ্তার চার জঙ্গি রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানার তথ্য দেন। তাদের কথা অনুযায়ী, বাসাটিতে জেএমবির শীর্ষস্থানীয় একজন নেতা থাকতেন। এসব তথ্যের ভিত্তিতে বসিলায় অভিযান পরিচালনা করা হয়। আস্তানা থেকে আটক জঙ্গির নাম এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার। এখানে উজ্জ্বল ছাড়াও আরও দুজনের যাতায়াত ছিল। তারা গতকাল এই বাসা থেকে বেরিয়ে গেছেন।’
তিনি আরও বলেন, ‘ময়মনসিংহ থেকে গ্রেপ্তার জেএমবির চার সদস্যকে জিজ্ঞাসাবাদ করে এই জঙ্গির আস্তানা সন্ধান পাওয়া যায়।
অভিযানস্থল থেকে পিস্তল, গুলি, নগদ পৌনে তিন লাখ টাকা, রাসায়নিকদ্রব্য, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট ও বেশকিছু জিহাদি বই জব্দ করা হয়। আস্তানা থেকে আটক জঙ্গিকে র্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তিনি জেএমবির কোনো পর্যায়ের সদস্য তা জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, বাসার দারোয়ান ও আটক জঙ্গিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চলতি মাসের ২ তারিখে ভবনটির দোতালায় একটি ফ্ল্যাট ভাড়া নেয়। বাসা ভাড়া নেওয়ার সময় প্রিন্টিং প্রেসে কাজ করার কথা বলে। বাসা ভাড়ার সময় পাঁচ হাজার টাকা অগ্রিম টাকা দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে পরিবারের লোকজন এলে জাতীয় পরিচয়পত্র দেবে এমন শর্তে বাসাটি ভাড়া নেন আটক জঙ্গি ও আরেকজন। বাসাটিতে আরও দুইজন লোকের আসা-যাওয়া ছিল। তারা গতকাল বাসাটি থেকে বের হয়ে যায়।
বিশেষজ্ঞরা মনে করছেন, আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় আসায় জঙ্গি নিয়ে হুমকির মুখে পড়তে চলেছে গোটা পৃথিবী। গোটা বিশ্বের আনাচে কানাচে লুকিয়ে থাকা জঙ্গিরা তালিবানদের ভরসায় আবারও সক্রিয় হয়ে উঠছে। এতে করে আবারও বোমা হামলাসহ শত শত মানুষের প্রাণহানিসহ ভয়ংকর ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। তালিবানের উত্থান বাংলাদেশের উগ্র মৌলবাদীদেরও তাদের আদর্শগত অবস্থানকে সুসংহত করতে উদ্বুদ্ধ করছে। পাশাপাশি রোহিঙ্গাদের কেন্দ্র করেও ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে একটি গোষ্ঠী। তারা ওই অঞ্চলে রীতিমত ত্রাস সৃষ্টি করেছে এর মধ্যেই।
এসডব্লিউ/এমএন/ডব্লিউজেএ/১৮০৫
আপনার মতামত জানানঃ