এবার যৌন নিগ্রহের অভিযোগ উঠল কিংবদন্তি সংগীত শিল্পী বব ডিলানের বিরুদ্ধে। নোবেলজয়ী কবি এবং গায়কের বিরুদ্ধে নিউ ইয়র্কের এক আদালতে মামলা দায়ের করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ৬৭ বছর বয়সী এক মহিলা।
নিজেকে জে সি বলে পরিচয় দিয়েছেন অভিযোগকারিনী। মহিলার দাবি ১৯৬৫ সালে, অর্থাৎ আজ থেকে ৫৬ বছর আগে যখন তার বয়স ছিল মাত্র ১২ বছর, সেইসময় ডিলানের যৌনলালসার শিকার হয়েছিলেন তিনি।
তিনি জানিয়েছেন, সে সময় ভয়ে তিনি মুখ খোলেননি। তবে ২০১৯ সালে যৌনহেনস্থার ক্ষেত্রে পুরনো মামলা সামনে আনার যে আইন আমেরিকা তৈরি করেছে, তার ভিত্তিতে মামলাটি দায়ের করেছেন তিনি। ডিলানের মুখপাত্র সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন।
১৯৬৫ সালে ডিলানের বয়স ছিল মধ্য কুড়ি। ওই নারীর বয়স তখন ১২। আদালতে যে অভিযোগ জমা দিয়েছেন জে সি, সেখান থেকে জানা যায়, ১৯৬৫ সালের এপ্রিল থেকে মে মাস পর্যন্ত ৬ সপ্তাহ ধরে লাগাতার তাকে যৌন হেনস্থা করেন মার্কিন রক ও ফোক লেজেন্ড বব ডিলান।
অ্যালকোহল এবং মাদক খাইয়ে ১২ বছরের ওই কিশোরীকে তন্দ্রাচ্ছন্ন করে নিজের যৌনলালসা চরিতার্থ করেছিলেন ডিলান, এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে। মে মাসেই ৮০তম জন্মদিন সেলিব্রেট করা এই জীবন্ত কিংবদন্তি প্রকাশ্যে হুমকিও দিয়েছিলেন ওই নাবালিকাকে, দাবি ভুক্তভোগীর। ডিলান যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি ছিলেন বলে এতদিন তিনি ভয়ে মুখ খোলেননি বলে জানিয়েছেন ওই নারী।
অভিযোগপত্রে বলা হয়েছে, নিউ ইয়র্কের বিখ্যাত চেলসি হোটেলে নির্যাতিত হয়েছিলেন ওই নাবালিকা, হোটেলের একটি অ্যাপার্টমেন্ট ছিল বব ডিলানের মালিকানাধীনে। যদিও ডিলানের মুখপাত্র ৫৬ বছর পুরোনো এই অভিযোগকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি ডিলানের ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করা হচ্ছে এর মাধ্যমে।
মামলা দায়ের হওয়ার পরে ডিলানের মুখপাত্র বিবৃতি প্রকাশ করেন। সেখানে বলা হয়, গায়কের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ পুরোপুরি মিথ্যা। আদালতে শেষপর্যন্ত লড়াই করার জন্য ডিলান শিবির প্রস্তুত। তবে ৮০ বছরের বব ডিলান নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
সর্বকালের সেরা গায়ক ও গীতিকার হিসাবে গণ্য করা হয় বব ডিলানকে। তাঁর উল্লেখ্য কাজের মধ্যে অন্যতম ‘লাইক এ রোলিং স্টোন’, ‘দ্য টাইমস দে আর এ চেঞ্জিং’, ‘ব্রোয়িং ইন দ্য উইন্ড’। ১৯৬০-এর দশকে মার্কিন সংগীতের জগতে তাঁর আর্বিভাব। এখনও পর্যন্ত বব ডিলানের মোট ১২৫ মিলিয়ন রেকর্ড বিক্রি হয়েছে সারা বিশ্বে। গ্র্যামি ও অস্কার পুরস্কারে সম্মানীত এই সংগীত শিল্পীকে ২০১৬ সালে সাহিত্যে নোবেল সম্মান দেওয়া হয়, যা অভূতপূর্ব।
গত সপ্তাহে রানি দ্বিতীয় এলিজাবেথের পুত্র প্রিন্স অ্যান্ড্রুয়ের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছিলেন আরেক মার্কিন নারী। তারপরই ডিলানের ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।
এসডব্লিউ/এমএন/এসএস/১৮১৯
আপনার মতামত জানানঃ