চলতি বছরের প্রথম ছয় মাসে নানা অজুহাতে দখলদার ইসরায়েল নারী ও শিশুসহ সাড়ে পাঁচ হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। সূত্র মতে, আটককৃতদের মধ্যে ১০৭ নারী এবং ৮৫৪টি শিশু রয়েছে।
ফিলিস্তিনের অধিকার সংস্থা কমিশন অব ডিটেইনিস অ্যাফেয়ার্স, দ্যা প্যালেটিনিয়ান প্রিজনার সোসাইটি, দ্যা আদামির প্রিজনার সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন এবং দ্যা ওয়াদি হিলওয়েহ ইনফরমেশন সেন্টার যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে।
এর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক ৩ হাজার ১০০ ফিলিস্তিনিকে আটক করে গত মে মাসে। এদের মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয় অবরুদ্ধ জেরুজালেম থেকে; ১ হাজার ৬৯৯ জনকে।
জানা যায় পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ইসরায়েলের অবৈধ উচ্ছেদ অভিযানের প্রতিবাদ করায় গণহারে নিরপরাধ ফিলিস্তিনিদের গ্রেফতার করা হয়। একদিকে তাদের ঘরবাড়ি দখল করা হয়, অন্যদিকে নির্বিচারে তাদের গ্রেফতার করা হয়।
প্যালেস্টাইন প্রিজনারস সোসাইটি (পিপিএস)-এর এক প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, ২০১৫ সাল থেকে ২০২০ এর নভেম্বর পর্যন্ত ৭ হাজার ফিলিস্তিনি শিশুকে আটকের ঘটনা ঘটে। বিনা কারণে অমানবিকভাবে শিশুদের আটকে রেখে মানবাধিকার লঙ্ঘন করছে তেল আবিব। জেলে বন্দি রাখার কারণে শিক্ষা এবং বাবা-মার আদার থেকে বঞ্চিত হচ্ছে।
এদিকে, ইসরায়েলি বাহিনীর সহিংসতার শিকার বহু ফিলিস্তিনি। বাদ যাচ্ছে না শিশু ও কিশোররাও। এর ধারাবাহিকতায় ইসরায়েলি কারাগারে বিদ্যুৎস্পৃষ্ট করে এবং পিটিয়ে আবদু আল-খাতিব (৪৩) নামে এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মানবাধিকার সংগঠনগুলো গত বৃহস্পতিবার ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্যাতন চালিয়ে ওই ফিলিস্তিনিতে হত্যার অভিযোগ করেছেন।
সূত্র মতে, অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-মোসকোবিয়েহ ইসরায়েলি বন্দিশিবিরে জিজ্ঞাসাবাদের নামে আবদু আল-খাতিবকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, অন্য বন্দিদের সামনে তাকে ইলেক্ট্রিক শক দিয়ে এবং পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলের পুলিশ কর্মকর্তারা।
প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি নামে একটি এনজিওর মুখপাত্র আমানি শারাহনেহ জানান, নিহতের দেহে ইলেক্ট্রিক শক এবং পিটিয়ে জখম করার স্পষ্ট চিহ্ন আছে।
তিনি আরও জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাশাপাশি তাদের এনজিও-ও ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেছে।
ট্রাফিক সিগনাল অমান্য করার অভিযোগে পূর্ব জেরুজালেমের সুফাট শরণার্থী ক্যাম্প থেকে চার বছরের এক শিশুর জনক আবদু আল-খাতিবকে আটক করে ইসরায়েলি পুলিশ।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের বিভিন্ন কারাগারে গত ৩০ জুলাই পর্যন্ত ৪১ নারী ও ২২৫টি শিশুসহ ৪ হাজার ৮৫০ জন ফিলিস্তিনি আটক ছিলেন।
এসডব্লিউ/এমএন/এসএস/১৮৩০
আপনার মতামত জানানঃ