আফগানিস্তানকে নিয়ে প্রতিনিয়ত জট বাঁধছে বিশ্ব রাজনীতিতে। এদিকে তল্পিতল্পা গোছাচ্ছ আমেরিকা। প্রায় দুই দশকের ‘সন্ত্রাস বিরোধী’ লড়াই শেষ করতে প্রস্তুতি নিচ্ছে তারা। অন্যদিকে মার্কিন বাহিনীর আফগানিস্তান ছেড়ে যাওয়ায় বিভিন্ন মহল আশঙ্কা করছে আবারও দেশটির দখল নিতে চলেছে তালেবান। এই পরিস্থিতিতে সে দেশে থাকা ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে নয়া দিল্লি।
এ প্রসঙ্গে ভারতের স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আফগানিস্তানে ক্রমবর্ধমান সহিংতা নজরে রেখে মঙ্গলবার একটি সতর্কবার্তা জারি করেছে কাবুলের ভারতীয় দূতাবাস। সেখানে বলা হয়েছে, অপহরণ করা হতে পারে ভারতীয় নাগরিকদের।
দূতাবাসের জারি করা সতর্কবার্তায় স্পষ্ট লেখা আছে, “আফগানিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে জঙ্গি সংগঠনগুলি। তাদের নিশানায় রয়েছে সেনাবাহিনী, সরকারি দপ্তর ও সাধারণ মানুষ। এসব ঘটনা থেকে ভারতীয় নাগরিকরা ছাড় পাবেন বলে ভাবার কোনও কারণ নেই। বিশেষ করে অপহরণের ভয় রয়েছে। তাই সে দেশে কর্মরত বা ঘুরতে যাওয়া ভারতীয় নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে ।”
ভারতের কাবুল দূতাবাসের ওই নির্দেশিকায় ভারতীয়দের অপ্রয়োজনীয় সফর না করারও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, সামরিক কনভয় বা সেনা চৌকি থেকে ভারতীয় নাগরিকদের দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র মতে, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। ইতোমধ্যে জার্মানি, ইতালিসহ কয়েকটি ইউরোপীয়ান দেশ কাবুল থেকে তাদের সব সেনা প্রত্যাহার করেছে। মার্কিন গোয়েন্দারা সতর্ক করে জানাচ্ছেন, আফগানিস্তান থেকে বিদেশি সেনা সরে যাওয়ার ৬ থেকে ১২ মাসের মধ্যে কাবুল দখল করবে তালেবান।
ভারতের আশঙ্কা, মার্কিন সেনা সরে গেলে আফগানিস্তানের পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠবে। আফগানিস্তানে অবকাঠামো নির্মাণে ব্যাপক কাজ করছে দিল্লি। সেখানে অসংখ্য ভারতীয় নাগরিক কর্মরত রয়েছেন। ফলে তালেবান ও ইসলামিক স্টেটের মতো সংগঠনগগুলোর উত্থান হলে দিল্লির কাছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে।
এসডব্লিউ/এমএন/এসএস/১২২০
আপনার মতামত জানানঃ