নাটোরের লালপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা রফিকুল ইসলামের সরকারি বাসভবনের পাশে একটি পরিত্যক্ত ভবন থেকে ২০০ বস্তা গম উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুলের বাড়িতে ডেকে নিয়ে ৪ ঘণ্টা আটক রেখে লাঞ্ছিত করার অভিযোগে বৃহস্পতিবার মামলা দায়ের করেছিলেন রফিকুল ইসলাম। এর ২৪ ঘণ্টা না পেরোতেই তার বাসভবন থেকে গম উদ্ধার করা হল।
গতকাল বেলা ১টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আকতারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব গম উদ্ধার করা হয়। উদ্ধার গম পুনরায় গুদামে মজুদ রাখা হয়েছে।
এদিকে, অভিযুক্ত ওসি-এলএসডি রফিকুল ইসলাম জেলা খাদ্য কর্মকর্তার অনুমতি নিয়ে গুদামের বাইরে আলাদা ভবনে গম মজুদ করেছেন জানালেও তা অস্বীকার করেছেন জেলা খাদ্য কর্মকর্তা রবীন্দ্রলাল চাকমা। গুদামের বদলে নিজ জিম্মায় গম রাখার অনুমতিপত্র দেখতে চাইলে অভিযুক্ত রফিকুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন। জেলা খাদ্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছলে তিনি দ্রুত সটকে পড়েন।
খাদ্যগুদামে গম সরবরাহকারী কৃষক, শ্রমিক ও স্থানীয়রা অভিযোগ করেন, সরকার ধান ও চাল সংগ্রহের মৌসুমে কৃষকদের কাছ থেকে খাদ্য সংগ্রহ অভিযান শুরু করলেও কৃষকদের নানাভাবে হয়রানি করেন ওসি-এলএসডি রফিকুল ইসলাম। সিন্ডিকেট করে নির্দিষ্ট কয়েকজনের কাছ থেকে ধান, গম কিনে প্রকৃত কৃষকদের শস্যের আর্দ্রতা নিয়ে প্রশ্ন তুলে ফিরিয়ে দেন। গুদামে কর্মরত দীর্ঘদিনের শ্রমিকদের বঞ্চিত করে বাইরে থেকে শ্রমিক এনে লোড-আনলোডের কাজ করান। নিয়মিত শ্রমিকদের ঠিকমতো মজুরি দেন না। নিজ জিম্মায় রাখা গমও তিনি গোপনে বাইরে বিক্রি করে দেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আকতার বলেন, গতকাল দুপুরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গুদামে এসে পার্শ্ববর্তী ভবনের একটি ঘর থেকে ২০০ বস্তা গম উদ্ধার করা হয়। গমগুলোর নমুনা সংগ্রহ করে গুদামজাত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টি অবহিত করে তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নিতে জেলা খাদ্য কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রফিকুল ইসলামকে স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুলের বাড়িতে ডেকে নিয়ে ৪ ঘণ্টা আটক রেখে লাঞ্ছিত করার অভিযোগ আসে।
রফিকুল ইসলামের অভিযোগ, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন ও তার দুই সহযোগী এমপির বাড়িতে ডেকে নিয়ে জোর করে দলিলে ৮ লাখ টাকা পাওয়ার কথা উল্লেখ করে সই নেন। পরে বাগাতিপাড়া থানায় রফিকুল মামলা দায়ের করলে রোকনের দুই সহযোগী রাসেল আহমেদ ও আবুল কালাম আজাদকে আটক করে ডিবি পুলিশ।
এসডব্লিউ/এমএন/এফএ/২১০৭
আপনার মতামত জানানঃ