দেশে জঙ্গিদের তৎপরতা বাড়ছে। সক্রিয় হয়ে উঠছে বিভিন্ন জঙ্গি সংগঠনের স্লিপিং এজেন্টরা। ময়মনসিংহে র্যাবের সাথে জঙ্গিদের গোলাগুলির ঘটনা সাম্প্রতিক সময়ে জঙ্গিদের উত্থান নিয়ে বিশেষজ্ঞদের শঙ্কা বাস্তবে রূপ নিল। সূত্র মতে, এ ঘটনায় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
র্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র্যাব-১৪ এর একটি দল নগরীর খাগডহর এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছুঁড়লে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। কিছুক্ষণ গোলাগুলির পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয় এবং গুলিভর্তি একটি বিদেশী রিভলবার ও চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এএসপি ইমরান খান গণমাধ্যমে বলেন, তাৎক্ষণিকভাবে আটক চারজনের পরিচয় জানা যায়নি। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এর আগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ‘প্রথম নারী সদস্য’ সন্দেহে এক কলেজছাত্রীকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। ওই কলেজছাত্রীর নাম জোবায়দা সিদ্দিকা নাবিলা। তার এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল।
সূত্র মতে, গত আগস্ট মাসে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান। সিটিটিসি কর্মকর্তারা জানান, অনলাইন থেকে অনুপ্রাণিত হয়ে এই নারী জঙ্গিবাদে সহিংস হয়ে উঠেছিলেন। আনসার আল ইসলামের তিনি ‘প্রথম নারী জঙ্গি’।
এ সময় তার কাছ থেকে সিমকার্ড ও মেমোরিকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয় বলে আসাদুজ্জামান জানান। সিটিটিসির দাবি, এই প্রথম আনসার আল ইসলামের কোনো নারী সদস্যকে গ্রেপ্তার করা হল। এর আগে অন্যান্য জঙ্গি সংগঠনের নারী সদস্য গ্রেপ্তার হলেও তারা নাবিলার মতো ‘প্রশিক্ষিত’ ছিলেন না।
পরিবারকে উদ্ধৃত করে সিটিটিসি বলছে, কলেজছাত্রীর মা–বাবা তার মধ্যে পরিবর্তন ঘটার বিষয়টি বুঝতে পেরেছিলেন। সে কারণে তাকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেন। নাবিলা পাত্রের সঙ্গে দেখা করে ‘শহীদ’ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন ও বিয়ে ভেঙে দেন।
এ প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, সাম্প্রতিক সময়ে নাবিলার বিবাহের কথাবার্তা চলছিল, সে ছেলেপক্ষকে জানায় জিহাদের ময়দানে ডাক আসলে সামনের সারিতে শহীদি মৃত্যু বরণ করবে সে। এমন মতাদর্শের না হলে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না।
উলেখ্য, নাবিলার বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা হয়েছে। আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানান আসাদুজ্জামান।
বিশেষজ্ঞরা মনে করছেন, আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় আসায় জঙ্গি নিয়ে হুমকির মুখে পড়তে চলেছে গোটা পৃথিবী। গোটা বিশ্বের আনাচে কানাচে লুকিয়ে থাকা জঙ্গিরা তালিবানদের ভরসায় আবারও সক্রিয় হয়ে উঠছে। এতে করে আবারও বোমা হামলাসহ শত শত মানুষের প্রাণহানিসহ ভয়ংকর ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। তালিবানের উত্থান বাংলাদেশের উগ্র মৌলবাদীদেরও তাদের আদর্শগত অবস্থানকে সুসংহত করতে উদ্বুদ্ধ করছে। পাশাপাশি রোহিঙ্গাদের কেন্দ্র করেও ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে একটি গোষ্ঠী। তারা ওই অঞ্চলে রীতিমত ত্রাস সৃষ্টি করেছে এর মধ্যেই।
এসডব্লিউ/এমএন/ডব্লিউজেএ/১৬৩৬
আপনার মতামত জানানঃ