ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভোল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা গায়েব হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ব্যাংকের ওই শাখার দুই কর্মকর্তাকে পুলিশ হেফাজতে দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার রাতে টাকা গায়েবের বিষয়টি বুঝতে পেরে রাতেই ওই দুই জনকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বংশাল থানার ডিউটি অফিসার মাসুম বিল্লাহ।
আজ সকালে বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার রাতেই টাকা উধাওয়ের বিষয়টি বুঝতে পারে ব্যাংকের ওই শাখার উর্ধ্বতন কর্মকর্তারা। পরে ক্যাশ ইনচার্জসহ দুই কর্মকর্তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। দুই ব্যাংক কর্মকর্তা হলেন রিফাত ও ইমরান। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।
এ প্রসঙ্গে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলাম বলেন, ‘ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা তাদের ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন বলে রাতে ব্যাংকটির ম্যানেজার আমাদের কাছে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে ইমরান ও রিফাত নামে দুজনকে আটক করা হয়।’
ব্যাংক শাখাটির ইন্টার্নাল অডিটে এ টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, আটককৃত দুই জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, ‘এ বিষয়ে দুর্নীতির একটি মামলা হবে। পরে মামলাটি দুদকে চলে যাবে এবং আসামিদেরও আমরা দুদকে হস্তান্তর করে দেবো। বিষয়টি দুদক তদন্ত করে দেখবে।’
এ প্রসঙ্গে এসআই প্রদীপ কুমার সরকার বলেন, গতকাল বৃহস্পতিবার ঢাকা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বংশাল শাখায় ইন্টার্নাল অডিটে যান। গিয়ে তারা দেখেন, পৌনে চার কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে না। এ নিয়ে কর্মকর্তারা ব্যাংকের ক্যাশিয়ার ও ভল্ট রক্ষককে দিনভর জিজ্ঞাসাবাদ শেষে আমাদের থানায় ফোন করেন।’
এসআই বলেন, ‘এরপর ওসি স্যারসহ আমি ব্যাংকে যাই। গিয়ে অডিট কর্মকর্তারাসহ আটক দুজনকে থানায় নিয়ে আসি। তারা এখনও থানায় আছেন। আমরা তাদের দুদকে হস্তান্তর করব। এ বিষয়ে দুদকে একটি অর্থ আত্মসাতের মামলা হবে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’
এসডব্লিউ/এমএন/এসএস/১৫৪৭
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ