চট্টগ্রামের ফটিকছড়িতে দুই হাজার ২০০ পিস ইয়াবাসহ ইমরান উদ্দিন চৌধুরী ওরফে ডেবিট ইমরান (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা বিবিরহাটের একটি ভাড়াবাসার ছাদ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ২০ হাজার ৮০০ টাকাও জব্দ করা হয়।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্কয়ার ক্লিনিক সংলগ্ন ইদ্রিস মেম্বারের বিল্ডিংয়ের সামনে ইয়াবা বেচাকেনা চলছে। পরে সেখানে অভিযান চালিয়ে ওই বিল্ডিংয়ের ছাদ থেকে ডেবিট ইমরানকে গ্রেফতার করি।”
“এ সময় তার কাছ থেকে ১১টি পলি প্যাকেটে মোড়ানো ২ হাজার দুইশত পিস ইয়াবা এবং নগদ ২০ হাজার ৮ শত টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।”
ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডেবিট ইমরান
ডেবিট ইমরান দক্ষিণ পাইন্দং এলাকার ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নান চৌধুরীর ছেলে এবং তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে। ফটিকছড়ি সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র তিনি।
কলেজ ছাত্রলীগের বিগত সম্মেলনে তাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করতে একটি পক্ষ মরিয়া হয়ে উঠেছিল। যদিও তখন গ্রুপিংয়ের শিকার হয়ে সাধারণ সম্পাদক হতে পারেননি তিনি। পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ পান ডেবিট ইমরান।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন বলেন, ইমরান উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হলেও বিগত ৮-৯ মাস ধরে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়। ছাত্রলীগের কোনও নেতাকর্মী এ ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকতে পারে না। আইন সবার জন্য সমান। তার বিরুদ্ধে অচিরেই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এসডব্লিউ/এসএস/১৬০৫
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ