চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে মোহাম্মদ আলী (৪৩) নামে এক ধর্মীয় উগ্রবাদ প্রচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
শনিবার দিবাগত মধ্যরাতে হাটহাজারীর পশ্চিম দেওয়ান নগরের ইস্টার্ন আবাসিক এলাকার নুরজাহান মঞ্জিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ আলী একই এলাকার মৃত আমীন শরীফের ছেলে।
এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ৭ পৃষ্ঠার একটি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মোহাম্মদ আলী ফেসবুকে সরকার ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ও ঘৃণা-বিদ্বেষ প্রচারসহ সামাজিক ও রাষ্ট্রীয় শান্তি- শৃঙ্খলা বিনষ্টে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়া, সে সরকার প্রধান, সরকারের নানা কর্মকাণ্ড, জাতির পিতা ও তার পরিবার সম্পর্কে মিথ্যা সমালোচনা, বিকৃত তথ্য ও উপাত্ত আপলোড করে সামাজিক ও রাষ্ট্রীয় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছে।
তার বিরুদ্ধে হাটহাজারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।
আপনার মতামত জানানঃ