যদি বছরের পর বছর কেউ বেঁচে থাকে তাহলে তাকে অমর বলা চলে। পৃথিবীতে রয়েছে এমন প্রাণীর হদিশ।
চিরকাল ধরে বেঁচে থাকতে কে না চায়। তবে সেটি করা অতি কঠিন। যার জন্ম হবে তাকে মরতেই হবে। এই ধারণাই রয়েছে পৃথিবীর শুরু থেকে। মানুষকে অমর করার বহু চেষ্টা করেছেন বিজ্ঞানীরা। সেখানে কত ওষুধ, কত বিদ্যা সবই ফেল করেছে। তবে এবার হাতে এল অবাক করা এক প্রাণীর জীবনচক্র।
সমুদ্রের নিচে বহু প্রাণী রয়েছে। তারা কেউ কম বাঁচে তো কেউ বেশি। তবে এখানেই জেলিফিসের একটি অবাক করা প্রজাতির খবর মিলেছে। এর নাম দেওয়া হয়ছে ইমমরটার জেলিফিস বা অমর জেলিফিস। নিজের জীবনে সে নিজের মতো করে বেঁচে থাকে। তবে তারা নিজেদের ডিম বা স্পার্ম নিজেরেই তৈরি করে থাকে। সেখান থেকে নতুন প্রাণ তৈরি হলেই সে নিজের পুরনো দেহ ছেড়ে দিয়ে নতুন দেহে প্রবেশ করে যায়।
শুনতে হয়তো খানিকটা অবাক মনে হয়েছে। তবে এটাই সত্যি। প্রকৃতির খেলায় তাকে বোকা বানিয়েছে এই জেলিফিস। নিজের দেহ থেকে তৈরি হওয়া জেলিফিস থেকেই সে নিজেকে প্রবেশ করায়। ফলে এভাবেই বছরের পর বছর ধরে সে বেঁচে থাকে। ফলে তাকে অমর বললে ভুল বলা হবে না।
বিজ্ঞানীরা মনে করছেন জেলিফিসের দেহের গঠন তাদের এই কাজটি করতে সহায়তা করে থাকে। তারা যেভাবে জলের ভিতরে বেঁচে থাকে তাতে সেখান থেকে অন্য দেহে প্রবেশ করা অতি সহজ তাদের কাছে। সেদিক থেকে দেখতে হলে নিজের পরবর্তী প্রজন্মের দেহে প্রবেশ করে তারা দিব্যি বেঁচে থাকতে পারে।
জেলিফিসের এই ধারণা বিজ্ঞানীদের মনে নতুন চিন্তার জন্ম দিয়েছে। তারা মনে করছে যদি জেলিফিস এই ধারা বজায় রেখে অমর হতে পারে তাহলে অন্য প্রাণী কেন হতে পারবে না। যে রহস্য নিয়ে জেলিফিস বছরের পর বছর ধরে জলের নিচে রাজত্ব করছে সেটা এবার অন্যদের কাছে প্রয়োগ করা হবে। তাহলেই হয়তো মিলে যেতে পারে অমরত্বের ধারণা।
আপনার মতামত জানানঃ