এর আগে কোটা সংস্কার আন্দোলনের নেতারা সরকারের বিরুদ্ধে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সহিংসতার দিকে ধাবিত করার অভিযোগ করে বলেন, সরকার হস্তক্ষেপ না করা পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণ ছিল।
কোটা সংস্কার আন্দোলনের নেতারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) এক ফেসবুক পোস্টে কোটা আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়।’
আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, ‘গুলির সাথে কোন সংলাপ হয় না। এই রক্তের সাথে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়।’
‘একদিকে গুলি আর লাশ; অন্যদিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে?’ ফেসবুকে লিখেছেন আরেক সমন্বয়ক সার্জিস আলম।
এর আগে কোটা সংস্কার আন্দোলনের নেতারা সরকারের বিরুদ্ধে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সহিংসতার দিকে ধাবিত করার অভিযোগ করে বলেন, সরকার হস্তক্ষেপ না করা পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণ ছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে অঙ্গীকার করেন তারা।
‘শর্তহীনভাবে এক দফা দাবি আদায়, হল-ক্যাম্পাস খোলা, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস, ক্যাম্পাস থেকে সকল বাহিনী প্রত্যাহার, খুনি ও হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে,’ বলে জানান আসিফ মাহমুদ।
তিনি আরও বলেন, ‘যারা আমাদেরকে ঘিরে ফেলার ষড়যন্ত্র করেছিল, এদেশের জনগণ তাদেরকে ঘিরে ফেলেছে। কোন ষড়যন্ত্রেই আন্দোলন নস্যাৎ করতে দেওয়া হবে না।’
এদিকে, সরকার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) আইনমন্ত্রী জানিয়েছেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যখনি আলোচনায় বসতে রাজি হবে, তখনই তাদের সাথে সরকার আলোচনা করবে।
এ আলোচনা সফল করার জন্য দুজন মন্ত্রীকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে আজই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে একটি সংবা মাধ্যমকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
অন্যদিকে কোটা নিয়ে আপিল বিভাগে আগামী ৭ আগস্ট শুনানির দিন করলেও শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামী রোববার আদালতে সরকার পক্ষ থেকে আবেদন করা হবে বলে আইনমন্ত্রী জানিয়েছেন।
কোটা সংস্কার বিষয়ে আপনারা একমত কি না—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে আমরা কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে একমত।’
আপনার মতামত জানানঃ