নির্বাচন ঘিরে বিএনপি’র হরতাল অবরোধের কর্মসূচির মধ্যে চলা সহিংসতার এখনো শেষ দেখছেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, এখন যে সহিংসতা বন্ধ আছে, এটাকে পার্মানেন্ট বলা যায় না। এখন হয়তো তারা প্রস্তুত হচ্ছে বড় ধরনের সহিংসতার জন্য।
ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে, বাইরে কথা বলছে। তারা শক্তি সঞ্চয় করছে বড় ধরনের সহিংসতার। গতকাল ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘অগণতান্ত্রিক পন্থায়’ কাউকে ক্ষমতায় বসানোর দেশি-বিদেশি ‘অপতৎপরতা’ এখনো আছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বাধা ও প্রতিকূলতার মুখে দেশের জনগণ সারা বাংলাদেশে যে ‘টার্ন আউট’ (ভোটের হার), সেটা অনেকেই ভাবতে পারেননি। এত অপপ্রচারের পরও ৪১ দশমিক ৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
আমাদের এখানে অগণতান্ত্রিক পন্থায় কাউকে ক্ষমতায় বসানোর দেশি-বিদেশি অপতৎপরতা ছিল, এখনো নেই সেটা বলা যায় না। নির্বাচনকে দেশের ইতিহাসে ‘গণতন্ত্রের অভিযাত্রার মাইলফলক’ অ্যাখ্যা দিয়ে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০শে জানুয়ারি হতে যাচ্ছে।
শেখ হাসিনার দৃঢ় সাহসিকতার কারণে আমরা দাবি করতে পারি, গণতান্ত্রিক ধারাবাহিকতা (রক্ষা হয়েছে)। নির্বাচনের পূর্বে নির্বাচনবিরোধী অপশক্তি নির্বাচন বানচালের সব ধরনের পন্থা অবলম্বন করে ব্যর্থ হয়েছে। পরে বিতর্কিত করার পাঁয়তারা করছে।
বিএনপি নির্বাচনে অংশ নিলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কিন্তু তাদের অনুপস্থিতিতে ভোটারশূন্য হয়নি, প্রতিদ্বন্দ্বিতাহীনও হয়নি। দলটির নির্বাচনে অংশ না নেয়া সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।
পৃথিবীর অধিকাংশ দেশে নির্বাচনে ভোটের হার ৪০ শতাংশের বেশি হয় না। ইউরোপের অনেক দেশে সব দল নির্বাচনে অংশ নেয়ার পরও ২৫-৩০ শতাংশ ভোট কাস্ট হয়। তিনি বলেন, সারা বিশ্বে এখন সর্বগ্রাসী একটা সংকট সবাইকে ঘিরে ধরেছে।
শৈত্যপ্রবাহে যুক্তরাষ্ট্রের মতো দেশে গত কয়েকদিনে তুষার ঝড়ে ৩০ জন মারা গেছেন। এমন কোনো রাষ্ট্র নেই তুষার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়নি। যুদ্ধ তো লেগেই আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সুদানের দুই জেনারেলের যুদ্ধ, ইসরায়েল-গাজার যুদ্ধ তো চলছেই।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন সংকট নিরসনে কয়েক মাস লাগবে, কিন্তু হামাসের ধ্বংস ছাড়া যুদ্ধ থামবে না। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আপনার মতামত জানানঃ