Trial Run

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঘৃণা-বিদ্বেষ বাড়ছেই, ট্রাম্পবিরোধী দুই নেতার বাড়িতে হামলা

ছবি : ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেট নেতা মিচ ম্যাককনেলের বাসায় ভাঙচুর হয়েছে। ক্যালিফোর্নিয়ায় পেলোসির বাড়ির বাইরে কৃত্রিম রক্ত ও শূকরের বিচ্ছিন্ন মাথা ফেলে যাওয়া হয়। এছাড়া গ্রাফিতি এঁকে রেখে যাওয়া হয়েছে। মহামারি করোনা ভাইরাসের সহায়তা বিল নিয়ে নানা আলোচনা ও সমালোচনার প্রেক্ষাপটের মধ্যে দুই প্রভাবশালী নেতার বাসায় শনিবার এ ভাঙচুর হয়। তবে কারা এই ভাঙচুর চালিয়েছে তা জানা যায়নি।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের করোনা বিলে প্রত্যেক নাগরিককে আর্থিক সহায়তার পরিমাণ ৬০০ ডলার থেকে ২০০০ ডলার করতে গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের নিম্নকক্ষে প্রস্তাব পাস হয়। এতে সমর্থন দেন ৪০ জন রিপাবলিকান আইনপ্রণেতাও।  তবে এই প্রস্তাবে আগে থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতি থাকলেও রিপাবলিক সংখ্যাগরিষ্ঠের আইনসভার উচ্চকক্ষ সিনেটে পাস হয়নি।

এদিকে নিজ বাসভবনে ভাঙচুর প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি ন্যান্সি পেলোসি তবে বিবৃতি দিয়েছেন ম্যাককনেল। এক বিবৃতিতে ম্যাকনেল বলেন, ডেমোক্র্যাটদলীয় প্রক্রিয়ায় অংশ নেয়া সব কেন্টাকিয়ানদের আমি বুঝতে পারছি। তারা আমাদের সঙ্গে একমত হোক কিংবা না হোক, তাদের আমি সাধুবাদ জানাই। কিন্তু এটি একেবারে ভিন্ন ঘটনা; আমাদের সমাজে ভয়ের রাজনীতি ও ভাঙচুরের কোনো জায়গা নেই। এই ব্যাপারে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোর পুলিশ জানিয়েছে, তারা পেলোসির বাসভবনে হামলার বিষয়টি তদন্ত করছে।

এসডাব্লিউ/এমএন/এমআর/ ১৬৩৩

ছড়িয়ে দিনঃ
 • 4
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  4
  Shares