প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে সীতাকুন্ড থানায় এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন বাদী হয়ে গতকাল সোমবার মামলাটি করেন। এতে সাইফুল (৩২) নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। কুমিল্লার নাঙ্গলকোট থানার হোসাখালী ইউনিয়নের আনজিয়াপাড়ার নেজাম উদ্দিনের ছেলে সাইফুল। স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করেন তিনি।
মামলার এজাহারে বলা হয়েছে, সাইফুল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জে এস সাইফুল নামের ফেইসবুক আইডি থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের সেতুমন্ত্রীর ছবি বিকৃত করে প্রচার করেছেন। মানহানিকর এ ধরনের ব্যঙ্গচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। আসামি আটকের চেষ্টা চলছে বলে জানান সীতাকুন্ড থানার ওসি তদন্ত সুমন বণিক।
আপনার মতামত জানানঃ