২০১৮ সালের একটি মামলার চার্জশিটে জাতীয় সংসদের ঢাকা-৫ উপনির্বাচনে বিএনপি প্রার্থী সালাহউদ্দীন আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর শ্যামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা নং- ১(৯)১৮, জজ কোর্ট-৫২৩/২০। আজ এ মামলায় জামিন নিতে দায়রা জজ আদালতে হাজির হবেন সালাহউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘শুধু মিথ্যা মামলা নয়, আমার প্রচারণা বহরেও একাধিকবার হামলা চালানো হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে, এসব হামলা-মামলার মাধ্যমে আমাকে দমানো যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে শেষ পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সালাহউদ্দীন আহমেদ।
আপনার মতামত জানানঃ