খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে পূর্বঘোষিত মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় তিনজনকে আটকের খবর পাওয়া গেছে। গতকাল দুপুরে খালিশপুর ক্রিসেন্ট কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক নেতা-কর্মীরা পাটকল রক্ষায় ছাত্র-কৃষক-শ্রমিক-জনতা নামের সংগঠনের নেতা-কর্মী। তবে পুলিশের দাবি, বিশৃঙ্খলতা এড়াতে মিছিল করতে দেওয়া হয়নি।জাতীয় মুক্তি কাউন্সিলের খুলনা অহ্বায়ক হুমায়ুন কবির জানান, পূর্বঘোষিত কফিন মিছিলের প্রস্তুতি গ্রহণের সময় ছাত্র-কৃষক-শ্রমিক জনতা সংগঠনের সমন্বয়ক রুহুল আমিন, ছাত্র নেতা আতিক অনিক ও সুজয় বিশ্বাসকে পুলিশ আটক করে। এ সময় মিছিলে অংশ নিতে আসা শ্রমিকদের খালিশপুর ও দিঘলিয়া এলাকায় ট্রলারে যাতায়াতে বাধা সৃষ্টি করা হয়। তবে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশের পক্ষ থেকে কফিন মিছিল করার অনুমতি দেওয়া হয়নি। মিছিল করার প্রস্তুতির সময় তিনজনকে আটক করা হয়েছে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, বিশৃঙ্খলা এড়াতে খালিশপুর শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে।
আপনার মতামত জানানঃ