খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে পূর্বঘোষিত মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় তিনজনকে আটকের খবর পাওয়া গেছে। গতকাল দুপুরে খালিশপুর ক্রিসেন্ট কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক নেতা-কর্মীরা পাটকল রক্ষায় ছাত্র-কৃষক-শ্রমিক-জনতা নামের সংগঠনের নেতা-কর্মী। তবে পুলিশের দাবি, বিশৃঙ্খলতা এড়াতে মিছিল করতে দেওয়া হয়নি।জাতীয় মুক্তি কাউন্সিলের খুলনা অহ্বায়ক হুমায়ুন কবির জানান, পূর্বঘোষিত কফিন মিছিলের প্রস্তুতি গ্রহণের সময় ছাত্র-কৃষক-শ্রমিক জনতা সংগঠনের সমন্বয়ক রুহুল আমিন, ছাত্র নেতা আতিক অনিক ও সুজয় বিশ্বাসকে পুলিশ আটক করে। এ সময় মিছিলে অংশ নিতে আসা শ্রমিকদের খালিশপুর ও দিঘলিয়া এলাকায় ট্রলারে যাতায়াতে বাধা সৃষ্টি করা হয়। তবে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশের পক্ষ থেকে কফিন মিছিল করার অনুমতি দেওয়া হয়নি। মিছিল করার প্রস্তুতির সময় তিনজনকে আটক করা হয়েছে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, বিশৃঙ্খলা এড়াতে খালিশপুর শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে।
সর্বশেষ প্রকাশিত
- আরেকটি বড় ‘আন্দোলন’র ইঙ্গিত দিলেন নাহিদ
- মঙ্গলের বুকে হারানো নদী, ১৬ হাজার কিমি দীর্ঘ উপত্যকা
- রাশিয়াকে সামনে রেখে ইউক্রেন যুদ্ধে যেভাবে ফায়দা লুটছে ট্রাম্প
- চিকেনস নেকের ঝুঁকিতে মোদী: বাংলাদেশের ঘনিষ্ঠতায় পাল্টাচ্ছে ভারতের রেল কৌশল
- মিটফোর্ডে ব্যস্ত রাস্তায় খুন, লাশের উপর নৃত্য: বিএনপি কর্মীদের নৃশংসতা
- মব ভায়োলেন্সে বিএনপি-জামায়াত-এনসিপি: রাজনীতির নতুন অস্ত্র?
- অমানবিক ইসরায়েল: যুদ্ধবিরতির সময় গাজায় হামলা, মৃত্যু ৮২ জনের
- ইয়েমেন: ক্ষুধা, গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক উদাসীনতার এক নির্মম চিত্র
আপনার মতামত জানানঃ