ক্রমশই ছোট হয়ে আসছে নবজাতকদের শরীর। শুনতে অবাক হওয়ার মতো হলেও সম্প্রতি এক পরিসংখ্যানের প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য।
বিষয়টি প্রথম টের পাওয়া গিয়েছিল কানাডায়। ২০০০ সাল থেকে ২০১৬ পর্যন্ত সদ্যোজাতদের ওজন নিয়ে একটি সমীক্ষা চালান বিজ্ঞানীরা।
প্রায় ৬০ লাখ শিশুর জন্মের সময় ওজন মেপে তালিকা বানানো হয়েছে। দেখা গিয়েছে এই ১৬-১৭ বছরে সদ্যোজাতদের গড় ওজন প্রায় ৭৫ গ্রাম কমে গিয়েছে।
পাশাপাশি গর্ভে থাকার সময় এই শিশুদের ওজন আবার কিছুটা বেড়েছে। তাতেও অবাক হয়েছেন বিজ্ঞানীরা। দেখা গিয়েছে সাত-আট শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে গর্ভের সময়কাল।
কী কারণে এমন হচ্ছে?
এর স্পষ্ট কোনো কারণ এখনও খুঁজে পাননি চিকিৎসক বা বিজ্ঞানীরা। তবে কয়েকটি কারণ আন্দাজ করেছেন তারা। বিজ্ঞানীরা এসব শিশুদের বাবা-মায়েদের নিয়েও সমীক্ষা চালিয়েছেন।
তাতে দেখা গেছে, যেসব শিশুদের বাবা-মায়েদের জন্ম দেশের বাইরে, জন্মের সময় তাদের সন্তানের আকার কিছুটা ছোট হয়েছে, ওজন কম হয়েছে।
এছাড়া আরও কয়েকটি কারণও পাওয়া গেছে। যেসব মায়েদের কিছু শারীরিক সমস্যা আছে, যাদের পুষ্টির সমস্যা আছে, বেশি বয়সে মা হচ্ছেন— তাদের সন্তানদের মাপও ছোট হয়েছে।
তবে এটি শুধু কানাডার সমস্যা নয়। কানাডার দেখা দেখি ২০০০ সালের পরে অন্য কয়েকটি দেশেও এই ধরনের পরিসংখ্যান শুরু হয়।
সেখানে দেখা গেছে, আমেরিকা, জার্মানি, জাপানেও একই ঘটনা ঘটেছে। সদ্যোজাতদের আকার ক্রমশ ছোট হচ্ছে।
ভবিষ্যতে এর কেমন প্রভাব পড়তে পারে? মানুষের গড় মাপ কি তবে কমে যাবে? এখনও এর কোনও জবাব দিচ্ছেন না বিজ্ঞানীরা। তবে মানুষের চেহারায় যে বদল আসতে চলেছে, তার আভাস রয়েছে এই ঘটনায়।
এসডব্লিউ/এসএস/১৭৫৫
আপনার মতামত জানানঃ