ভারতে মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে মুসলিম নারীদের ছবি বিজ্ঞাপন দিয়ে বিক্রির জন্য ভুয়া নিলামে তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রীতিমতো পণ্যের মতো নারীদের দাম নির্ধারণ করা হয় ওই অ্যাপে। সম্প্রতি এমনই এক ঘটনায় ভারতে সৃষ্টি হয়েছে তোলপাড়।
নিলামের বিজ্ঞাপনে বিনা অনুমতিতে শত শত এসব মুসলিম নারীর ছবিও ব্যবহার করা হয়েছে। সম্প্রতি এমনই এক ঘটনায় ভারতে সৃষ্টি হয়েছে তোলপাড়।
শনিবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম মেয়েদের নিলামে বিক্রির বিষয়ে একটি অভিযোগ সম্প্রতি ভারতীয় পুলিশের হাতে এসেছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নতুন বছরের শুরুতেই লজ্জায় ঢেকে গেছে ভারতের মুখ। কোনো অনুমতি ছাড়া ভার্চ্যুয়াল প্লাটফর্মে ‘নিলামের’ জন্য শত শত মুসলিম নারীর নাম ও ছবি তালিকাভুক্ত করার অভিযোগ উঠেছে ভারতীয় একটি অ্যাপের বিরুদ্ধে।
সদ্য সমাপ্ত বছরে ঠিক এরকমই আরও একটি অ্যাপের সন্ধান পাওয়া গিয়েছিল। বিষয়টি পুরোপুরি সমাধান হতে না হতেই ফের একই ধরনের লাঞ্ছনার শিকার হলেন ভারতীয় মুসলিম নারীরা।
এদিকে মুসলিম মেয়েদের নিলামে বিক্রির চেষ্টার অভিযোগে দেশটিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। চাপ ও সমালোচনার মুখে ভারতের কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনার সঙ্গে জড়িতদের গিটহাব অ্য়াকাউন্ট সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘পরবর্তী পদক্ষেপ’ নেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
It is very sad that as a Muslim woman you have to start your new year with this sense of fear & disgust. Of course it goes without saying that I am not the only one being targeted in this new version of #sullideals. Screenshot sent by a friend this morning.
Happy new year. pic.twitter.com/pHuzuRrNXR
— Ismat Ara (@IsmatAraa) January 1, 2022
বিতর্কিত এই অ্যাপটির নাম ‘বুল্লি বাই’। এটি ২০২১ সালে মুসলিম নারীদের নিলামে তোলায় অভিযুক্ত ‘সুল্লি ডিল’ অ্যাপের মতোই আরেকটি অ্যাপ বলে মনে করা হচ্ছে।
গত বছরের মাঝামাঝি সময়ে ভারতে নিন্দার ঝড় তুলেছিল ‘সুল্লি ডিল’ অ্যাপটি। সেখানেও বিভিন্ন মুসলিম নারীদের ছবি ও নাম দিয়ে অ্যাপ ব্যবহারকারীদের ‘সুল্লি’ অফার করা হতো।
কী এই সুল্লি? কট্টরপন্থি সোশ্যাল মিডিয়া ট্রোলাররা মুসলিম নারীদের অবমাননা করতে এই শব্দ ব্যবহার করে থাকেন। প্রতিদিন নতুন নতুন মুসলিম মেয়ের নাম ও ছবি দিয়ে তাদেরকে ‘ডিলস অব দ্য ডে’ বলে অভিহিত করা হতো।
এই ছবিগুলি সংগ্রহ করা হয়েছে সামাজিক যোগাযোগ-মাধ্যম থেকে। এবং পণ্যের মতো ওই নারীদের দাম নির্ধারণ করা হয়েছে। নিলামে তুলে তাদের বিক্রি করারও উদ্যোগ নেয়া হয়েছে। অথচ, এসবের কিছুই জানতে পারেননি ছবি ব্যবহার করা ওইসব নারীরা।
প্রকৃতপক্ষে কোনো নিলাম হয়নি ঠিকই, কিন্তু ওই অ্যাপটির একমাত্র উদ্দেশ্য ছিল মুসলিম নারীদের হেয় করা, অপমান করা এবং হেনস্থা করা। এমনটিই অভিযোগ করেছিলেন, ‘সুল্লি ডিল’ অ্যাপের কারণে হেনস্থার শিকার হওয়া কয়েকজন নারী।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ‘সুল্লি ডিল’-এর মতো করেই কাজ করে ‘বুল্লি বাই’ অ্যাপও। অ্যাপটি খুললেই কোনো একজন মুসলিম নারীর ছবি ও নাম ‘বুল্লি বাই’ হিসেবে দেখানো হচ্ছে। মাইক্রোসফটের সফটওয়্যার শেয়ারিং প্লাটফর্ম গিটহাব-এ অ্যাপটি পোস্ট করা হয়েছিল।
মূলত যেকোনো ইন-ডেভেলপমেন্ট অ্যাপকে এই প্লাটফর্মে আপলোড করা যায়। কিন্তু বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই অ্যাপটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বলা হচ্ছে, টুইটারে সক্রিয় ও জনপ্রিয় মুসলিম নারীদেরকেই বেছে বেছে ছবি ও নাম ওই অ্যাপে ব্যবহার করা হয়েছিল।
যেমন, ‘বুল্লি বাই’ অ্যাপে মুসলিম সাংবাদিক ইসমত আরাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি দিল্লির পুলিশের কাছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, এই বিষয়ে মামলা গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, ‘বুল্লি বাই’ অ্যাপ নিয়ে অভিযোগ ওঠার ভারতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘বুল্লি বাই’ অ্যাপ ব্লক করা হয়েছে৷
এর আগে শনিবার টুইটারে এক নারী সাংবাদিক বুল্লি বাই অ্যাপ নিয়ে লেখেন, ‘খুবই দুঃখজনক যে একজন মুসলিম নারী হিসেবে আপনাকে এই ভয় ও বিতৃষ্ণার অনুভূতি নিয়ে আপনার নতুন বছর শুরু করতে হবে।’
এছাড়া শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীর অভিযোগের ভিত্তিতে, এই মামলার পৃথক তদন্ত শুরু করেছে মহারাষ্ট্রের মুম্বাই পুলিশও। মুম্বাই পুলিশের সাইবার শাখার কর্মকর্তারা ‘বুল্লি বাই’ অ্যাপের আপত্তিকর বিষয়বস্তুর তদন্ত করছে।
এসডব্লিউ/এসএস/১৭৫০
আপনার মতামত জানানঃ