সংযুক্ত আরব আমিরাতের সাথে ভিসামুক্ত ভ্রমণের চুক্তি অনুমোদন করেছে ইসরাইলের সংসদ নেসেট। এ চুক্তির আওতায় ইসরাইলের নাগরিকরা ভিসা ছাড়াই সংযুক্ত আরব আমিরাত সফর করতে পারবে। একইভাবে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা ভিসা ছাড়া ইসরাইল সফর করতে পারবে।
রোববার ইসরাইলের সংসদ নেসেট এ চুক্তি অনুমোদন দেয় বলে ‘টাইমস অব ইসরাইল’ নামের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে। গত মাসে ইসরাইলের উপকণ্ঠে একটি শহরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিনে নুচিন এবং সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধিদলের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।
ইসরাইলের সঙ্গে পৃথিবীর একমাত্র দেশ সংযুক্ত আরব আমিরাত এই ধরনের চুক্তি সই করতে পারলো। ইসরাইলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আমেরিকার সঙ্গেও এই ধরনের চুক্তি নেই। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের নাগরিকরা ভিসা ছাড়া ইসরাইল সফর করতে পারবেনা এখন। সে ক্ষেত্রে ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এটি হচ্ছে নজিরবিহীন একটি চুক্তি।
সংযুক্ত আরব আমিরাত আগেই চুক্তিটি নবায়ন করেছেন। গত ১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাত সরকার এ চুক্তি নবায়ন করেছে বলে খবর বেরিয়েছে।
সংযুক্ত আরব আমিরাত (UAE) এবং ইসরাইলের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের আনুষ্ঠানিককরণ বা স্বাভাবিককরণের পরে অনেক পর্যবেক্ষক মধ্য প্রাচ্যের রাজনীতি এবং আরব বিশ্বে এই চুক্তির প্রভাব সম্পর্কে আলোচনা শুরু করেছিলেন। আরব বসন্ত চলাকালীন আরব বিদ্রোহ ও বিপ্লবগুলির পরে যে পতন ঘটেছিল তা “রাজনৈতিক আরব বিশ্বের” ভবিষ্যতের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বলে মনে হয়।
আপনার মতামত জানানঃ