দাউদকান্দি উপজেলা থেকে ২৪ সেপ্টেম্বর সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ডিবি পুলিশ পরিচয়ে হ্যান্ডকাফ পরিয়ে তুলে নেওয়া হয়েছিল। এ ঘটনার আট দিন পার হলেও এখনও হদিস মেলেনি ওই ব্যবসায়ীর। এ ছাড়া এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও ওই ব্যবসায়ীকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে না পুলিশ। সাইফুল দাউদকান্দি উপজেলার পেন্নাই গ্রামের মৃত আবু ছিদ্দিকের ছেলে। তার দাউদকান্দির গৌরীপুর বাজারে কনফেকশনারি ও পরিবহনের ব্যবসা রয়েছে। এদিকে, ব্যবসায়ী সাইফুল ইসলামকে উদ্ধারের দাবিতে তার পরিবারের সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী মহাসড়কে মানববন্ধন করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। এ সময় ব্যবসায়ী সাইফুলের স্ত্রী সিমলা বেগম তার স্বামীকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ২৪ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মতলব সংযোগ সড়কে দাঁড়িয়ে থাকাকালে একটি কালো হায়েস মাইক্রোবাসে থাকা চারজন ডিবি পুলিশ পরিচয়ে সাইফুলকে হ্যান্ডকাফ পরিয়ে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন কুমিল্লা ডিবি পুলিশ কার্যালয়, র্যাব কার্যালয়সহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। আমরা সাইফুলকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আপনার মতামত জানানঃ