দীর্ঘদিন পর দেশে ফিরেই তিন বছর আগের ফেসবুক পোস্টের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হলে সুইডেন প্রবাসী।
সম্প্রতি সুইডেন থেকে দেশে ফিরেছেন খালেদ কুদ্দুস শিকদার ওরফে আবু সায়েম (৪০)। তিন বছর আগে ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পোস্টের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার হলেন এই সইডেন প্রবাসী।
খালেদ কুদ্দুস শিকদার সিলেটের জকিগঞ্জের সুলতানপুরের ইলাবাজ গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
জানা যায়, ওই পোস্টের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট শহরতলির মেজরটিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি খালেদ কুদ্দুস শিকদার তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর ও বিদ্বেষমূলক মন্তব্য করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ পৌর কৃষক লীগ শাখার সভাপতি কামরুল ইসলাম ফারুকী বাদী হয়ে জকিগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
র্যাব-৯-এর সুনামগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ রাসেল এ প্রসঙ্গে জানান, মামলা দায়েরের পরপরই বৃহস্পতিবার রাতে র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট শহরতলির মেজরটিলা এলাকার একটি বাসা থেকে খালেদ কুদ্দুস শিকদারকে গ্রেপ্তার করে। পরে তাকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম জানান, বৃহস্পতিবার রাতে কৃষক লীগ জকিগঞ্জ পৌর শাখার সভাপতি কামরুল ইসলাম বাদী হয়ে সুইডেন থেকে আসা প্রবাসী খালেদ কুদ্দুস শিকদারের বিরুদ্ধে অভিযোগ করেন।
পরে অভিযোগটি ৩০ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ওই মামলায় র্যাব তাকে গ্রেপ্তার করে আজ শুক্রবার সকালে জকিগঞ্জ থানায় হস্তান্তর করে।
ওসি আরও জানান, গ্রেপ্তার আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এসডব্লিউ/এমএন/এসএস/২১২০
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ