বুকের দুধেই মিলল কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করার মতো উল্লেখযোগ্য পরিমাণ অ্যান্টিবডি। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক, কোভিডের টিকা নেওয়া স্তন্যদানকারী মায়েদের বুকের দুধ এবং রক্ত নিয়ে গবেষণা করে এমনটিই জানালেন।
গবেষণায় তারা দেখেছেন, টিকা নেওয়া মায়েদের বুকের দুধে উল্লেখযোগ্য পরিমাণে করোনার অ্যান্টিবডি রয়েছে, যা তাদের শিশুদের কোভিডের হাত থেকে রক্ষা করতে সক্ষম।
গবেষণা থেকে জানা যায়, কোভিড-১৯ এর টিকা নেওয়া মায়েদের বুকের দুধে কোভিডের অ্যান্টিবডি থাকে, এরফলে দুধপানে নবজাতক শিশুও কোভিডের বিরুদ্ধে সুরক্ষা পায়।
ইউনিভার্সিটি অব ফ্লোরিডার গবেষকরা জানিয়েছেন, গর্ভবতী ও স্তন্যদায়ী নারীদের টিকাদানের ওপর এ গবেষণার ফলাফলের ইতিবাচক প্রভাব থাকবে। কারণ, তাদের জন্য টিকা গ্রহণ নিরাপদ হলেও অনেকের মধ্যেই এ নিয়ে দ্বিধা কাজ করে।
গবেষণাটির সহ-লেখক এবং ইউনিভার্সিটি অব ফ্লোরিডার কলেজ অব মেডিসিনের ডিপার্টমেন্ট অব পেডিয়াট্রিকস অ্যান্ড নিউন্যাটালজির অধ্যাপক ড. জোসেফ ন্যু বলেন, “অনেক মায়েরা ও গর্ভবতী নারীরাই ভ্যাকসিন নিতে ভয় পান। তাদের শিশুর জন্য সবচেয়ে ভালোটাই করতে চান তারা।”
তিনি আরও বলেন, “আমরা এটাই জানতে চাচ্ছিলাম যে এরকম কোনো সুফল আছে কিনা।”
গবেষণাটির সিনিয়র গবেষক ড. জোসেফ লারকিন বলেন, “শিশুরা পরিপূর্ণ রোগ প্রতিরোধ ব্যবস্থা ছাড়া জন্ম নেয়, খুবই ছোট হওয়ার কারণে টিকাও দেওয়া যায় না। তাই রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে তাদের।”
তবে মায়ের দুধ সংক্রমণের বিরুদ্ধে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।
এ প্রসঙ্গে তিনি বলেন, “পরিবেশে মা ও শিশুর জন্য যে ঝুঁকি থাকে, পরিবেশগত এসব পরিবর্তনের সঙ্গে মায়ের দুধেও পরিবর্তন আসে যা শিশুকে সুস্থ রাখতে কাজ করে।”
গবেষকরা বলছেন, জন্মগ্রহণের সময় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনুন্নত থাকে। ফলে তাদের নিজেদের পক্ষে কোনও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা কঠিন। প্রায়শই খুব অল্প বয়সে নির্দিষ্ট ধরনের টিকায় শিশুদের দেহ পর্যাপ্ত সাড়া দেয় না। তাই শিশুদের সুরক্ষার জন্য মায়েদের টিকা দেওয়া একেবারেই নতুন কিছু নয়।
আরও বলেন, মায়ের দুধ শিশুকে পরোক্ষ রোগ প্রতিরোধ শক্তি প্রদান করে। বুকের দুধকে বিভিন্ন উপকরণে ভরা একটি টুলবক্স হিসেবে কল্পনা করুন, যা শিশুকে আগামী জীবনের জন্য প্রস্তুত হতে সাহায্য করছে। টিকা সেই টুলবক্সে আরেকটি উপকরণ যোগ করে। কাজেই শিশুদের কোভিড-১৯ রোগ প্রতিরোধেও বুকের দুধ কার্যকর হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।
এসডাব্লিউ/এসএস/২২০২
আপনার মতামত জানানঃ