প্রযুক্তির কল্যাণে সময়ের সাথে পাল্লা দিয়ে মানবজাতির যুদ্ধপ্রযুক্তিও এগিয়ে চলেছে। প্রতিনিয়ত সামনে আসছে নতুন নতুন অস্ত্র আর কৌশল। প্রযুক্তি কতটা এগিয়ে গেছে তারই সর্বশেষ নমুনা দেখাল চীন। দেশটির বিজ্ঞানীরা এমন একটি রোবট কুকুর আবিষ্কার করেছেন, যা মেশিনগান চালাতে সক্ষম।
সম্প্রতি পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার সঙ্গে যৌথ মহড়ায় এই রোবট কুকুরের পরীক্ষা করেছে চীন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সাধারণত কুকুরকে প্রাণিকুলের মধ্যে মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলেই ভাবা হয়। এবার সেই বন্ধুর রোবটিক রূপকে যুদ্ধক্ষেত্রে মানুষের বিকল্প হিসেবে ব্যবহার করতে চলেছে চীন। দেশটি এমন একটি রোবট কুকুর তৈরি করেছে, যার পিঠে একটি অটোমেটিক রাইফেল বসানো হয়েছে। রোবট কুকুরটি সেই অটোমেটিক রাইফেল নিয়ন্ত্রণে সক্ষম।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির একটি ভিডিওতে চেন ওয়েই নামের একজন চীনা সৈনিক বলেছেন, ‘এটি আমাদের দূরবর্তী ও কঠিন যুদ্ধ অভিযানে নতুন সদস্য হিসাবে কাজ করতে পারে। এছাড়াও এটি সত্যিকার সেনা সদস্যদের প্রতিস্থাপন করতে পারে। সেই সাথে শত্রুকে চিহ্নিত করতে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।
চীন-কম্বোডিয়া ‘গোল্ডেন ড্রাগন ২০২৪’ অনুশীলনের সময় তৈরি করা দুই মিনিটের ভিডিওতে রোবট কুকুরটিকে একটি দূরবর্তী অপারেটরের নিয়ন্ত্রণে হাঁটা, লাফিয়ে, শুয়ে এবং পিছনের দিকে সরতে দেখায়। একটি মহড়ায়, রাইফেল-ফায়ারিং রোবট কুকুরটি একটি পদাতিক ইউনিটকে একটি সিমুলেটেড বিল্ডিংয়ে নিয়ে যায়।
ভিডিওটির শেষের অংশে দেখা যায়, রোবট কুকুরের পিঠে স্বয়ংক্রিয় রাইফেলের নীচে একটি ছয় পাখাযুক্ত এরিয়াল ড্রোন মাউন্ট করা ছিল। ভিডিওটি দেখে চীনের ‘বিচিত্র ধরনের বুদ্ধিমান মানবহীন সরঞ্জাম’ বলে আখ্যা দিয়েছেন অনেকে।
আপনার মতামত জানানঃ