ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে হাইকোর্ট এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷ এ সময় সেখান থেকে গুলির শব্দও শুনতে পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্রলীগ নেতা-কর্মীরা হকিস্টিক, রাম দা, রড, লাঠি নিয়ে দফায় দফায় ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এ সময় সেখান থেকে গুলির শব্দ শুনতে পাওয়া যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, হাইকোর্টের সামনে থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তাদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া খেয়ে এক পর্যায়ে ছাত্রদল হাইকোর্টের এলাকায় ঢুকে যান।
তারা আরও জানান, হাইকোর্টের এলাকায় ঢুকেও আটকে পড়া ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগ। এ সময় সেখানে ছাত্রদলের ২ জনকে বেধড়ক মারধর করেন তারা। মারধরের এক পর্যায়ে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরও রড, লাঠি দিয়ে তাদের পেটানো হয়৷
আজকে ছাত্রলীগের কর্মী আঁকতে গেলে কার্টুনিস্টরা মাথায় হেলমেট আর হাতে হকিস্টিক বা লাঠি ধরিয়ে দেন। ছাত্রলীগের কর্মী যখন হত্যা বা ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, তখন তার শাস্তি হয় কেবল তথাকথিত ‘বহিষ্কার’। দল থেকে নিষ্ক্রান্তের এই শাস্তিই যেন রূপকথার গর্দানের সমতুল্য। সরকারের প্রশ্রয়ের জোরে আজ তারা যেকোনোখানে যেকোনো ধরনের অপরাধে যুক্ত হতে দ্বিধাবোধ করেন না।
বস্তুত, একচ্ছত্র ক্ষমতা কোনো না কোনো ধাপে দুর্নীতিকে উৎসাহিত করে। ক্ষমতায় বসা মানুষ ক্ষমতা হারানোর ভয়েও দুর্নীতিতে জড়ায়।
বিরোধী মত দমনের বহিঃপ্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলাকে বিরোধী মত দমনের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছে বামপন্থী আটটি ছাত্রসংগঠন।
এক যৌথ বিবৃতিতে তারা এ কথা বলে। এদিকে পৃথক বিবৃতিতে এ হামলার ঘটনার নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোটও।বৃহস্পতিবার গণমাধ্যমে এ দুই বিবৃতি পাঠানো হয়।
আট ছাত্রসংগঠনের বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সময়ে ছাত্রসংগঠন ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে শিক্ষার্থীদের সামনে প্রমাণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের নির্মম হামলা ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে তৈরি করেছে ভীতিকর ও অনিরাপদ পরিবেশ। এ হামলা বিরোধী মত দমনের বহিঃপ্রকাশ।
অপর বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোট ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলা ও ঘোষণা দিয়ে প্রকাশ্য লাঠিয়াল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার করা এবং শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে।
আ’লীগের জন্য ছাত্রলীগ আরও বেপরোয়া
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকায় ছাত্রলীগের সন্ত্রাস-নৈরাজ্য আরও বেপরোয়া হয়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় আজ শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অলি আহমদ এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পাশাপাশি সুপ্রিম কোর্ট চত্বরের ভেতরে ছাত্রদলের নেতা-কর্মীদের পিটিয়ে রক্তাক্ত করে ছাত্রলীগ। এতে ছাত্রদলের অন্তত ৪৭ নেতা-কর্মী আহত হন। এর আগে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের মিছিলে বেপরোয়া হামলা চালায় ছাত্রলীগ।
বিবৃতিতে অলি আহমদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য এক ভীতিকর-অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে। এই হামলায় ছাত্রলীগ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে। ছাত্রলীগের এই হামলার ঘটনা তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে জাতির সামনে প্রমাণ করেছে। ছাত্রলীগ এখন আর সাধারণ ছাত্রদের সংগঠন নয়, এটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।
অলি আহমদ বিবৃতিতে বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে হানাহানি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণের মতো ঘটনা বিনা বাধায় ঘটিয়ে চলেছে। আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকে লাগামহীন অপরাধ কর্মকাণ্ডে নামে ছাত্রলীগ। কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে একটি ঘটনায়ও দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই।
প্রবীণ রাজনীতিক অলি আহমদ আরও বলেন, আওয়ামী লীগ তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে নির্বাচন সামনে রেখে বিরোধী দলের ওপর হামলা, মামলা বাড়িয়ে দিয়েছে।
বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদ তার বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলা-গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
একই সঙ্গে অবিলম্বে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান অলি আহমেদ।
এসডব্লিউ/এসএস/১৪২৫
আপনার মতামত জানানঃ