তীব্র গরমের কারণে প্রতিবছর ৩ হাজার ২০০ কোটি কর্মঘণ্টা হারাচ্ছে বাংলাদেশ। প্রতিকূল আবহাওয়া বা হিউমিড হিটের কারণে যেসব দেশ শ্রম ও উৎপাদনশীলতা হারাচ্ছে, এমন শীর্ষ পাঁচ দেশের কাতারে উঠে এসেছে বাংলাদেশ।
এনভায়রনমেন্টাল রিসার্চ লেটার্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। যেখানে মূলত বাইরে খোলা স্থানে ভারী ভারী কাজ করা মানুষের কর্মঘণ্টা কমে যাওয়ার বিষয়টি উঠে এসেছে।
কেমন ছিল গত বছর?
ল্যানসেটের বার্ষিক কাউন্টডাউন অন হেলথ অ্যান্ড হিউম্যানিটি রিপোর্টে গত বছর সতর্ক কর বলা হয়েছিল যে, ২০২০ সালে প্রচণ্ড তাপের প্রভাবে সামগ্রিকভাবে প্রায় ২৯ হাজার ৫০০ কোটি ঘণ্টার কাজ নষ্ট হয়ে গেছে, গরীব দেশগুলো গড় সম্ভাব্য আয় হারিয়েছে মোট জিডিপির চার থেকে আট শতাংশ।
নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে গত বছর প্রকাশিত গবেষণায় জানিয়েছে যে, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর তাপমাত্রার বাড়ার কারণে এক লাখ মানুষের মৃত্যু হচ্ছে।
গত বছর, স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাসের মাধ্যমে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে গত সাত বছর সবচেয়ে গরম পড়ার রেকর্ড হয়েছে।
করোনা মহামারির মোট আর্থিক ক্ষতির প্রায় সমান
গবেষণার বিষয়ে গবেষক লুক পার্সনস জানিয়েছেন, এই গবেষণায় একটি বিষয়কে ইঙ্গিত করে যে জলবায়ু পরিবর্তন আমাদের শ্রম এবং অর্থনীতিতে কেমন প্রভাব ফেলতে পারে সেটা জানার জন্য বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বাড়ার জন্য আর অপেক্ষা করতে হবে না।
‘আমরা এরই মধ্যে যে উষ্ণতা অনুভব করেছি সেটাই মানুষের কর্মশক্তির ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে। ভবিষ্যতের এই পরিস্থিতি আরও বিরূপ হয়ে উঠবে বলেই আশঙ্কা গবেষকদের।’
গবেষকরা হিউমিড হিট, শ্রম এবং উৎপাদনশীলতার ওপর কেমন প্রভাব ফেলে সে বিষয়ে ধারণা নিতে ১৯৮১ থেকে ২০০০ সালের গবেষণার সঙ্গে ২০০১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত চালানো গবেষণার তুলনা করেন।
গবেষণার ফলাফলে দেখা গেছে, ২০০১ থেকে ২০২০ সালের মধ্যে এই ভ্যাপসা গরমের জন্য মানুষদের বাইরে কাজ করা ক্রমেই কঠিন এবং বিপজ্জনক হয়ে উঠছে।
সবশেষ ২০ বছরে সারা বিশ্বে প্রতি বছর প্রায় ৬৭ হাজার ৭০০ কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে। যা আগের ২০ বছরে তুলনায় ৪০০ ঘণ্টা বেশি।
টাকার অংকে এই ক্ষতির পরিমাণ প্রতি বছর দুই লাখ কোটি ডলারেরও বেশি। এই ক্ষতির পরিমাণ করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বব্যাপী মোট আর্থিক ক্ষতির প্রায় সমান।
ক্ষতিগ্রস্ত হচ্ছে জিডিপি, কমছে উৎপাদনশীলতা
এই হিউমিড হিটের কারণে ভবিষ্যতে কী ধরনের ক্ষতি হবে, সেই বিষয়টি তুলে ধরার পাশাপাশি উষ্ণতা বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে যে চলমান পরিস্থিতি সেটিও এই গবেষণায় গুরুত্ব পেয়েছে।
বলা হচ্ছে, এমন প্রতিকূল পরিবেশের কারণে মানুষের অসুস্থতা ও মৃত্যুহার যেমন বাড়ছে সেইসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং উৎপাদনশীলতা কমে যাচ্ছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। যার কারণে দেশের জিডিপিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন অক্ষাংশের স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলো। বলা হচ্ছে যে, বিশ্বব্যাপী কর্মক্ষম জনগোষ্ঠীর তিন চতুর্থাংশ এরই মধ্যে এমন জায়গায় বসবাস করছে যেখানে জলবায়ু পরিস্থিতি এতটা বিরূপ এবং এ কারণে প্রতিবছর একজন মানুষের ১০০ কর্মঘণ্টা অপচয় হতে পারে।
এ ব্যাপারে ডিউক বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক লুক পার্সনস বলেছেন, যদি বাইরে কাজ করা শ্রমিকরা এমন তাপমাত্রা এবং আর্দ্রতার কারণে তাদের উৎপাদনশীলতা হারায়, তাহলে গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে শ্রমের ক্ষতি প্রতিবছর ৫০০ থেকে ৬০০ ঘণ্টা পর্যন্ত হতে পারে, যা আগের গবেষণার দ্বিগুণ।
জলবায়ুতে সামান্য পরিবর্তন দেশটির সার্বিক অর্থনীতি ও শ্রমশক্তিকে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেও গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়।
বাংলাদেশের জন্য কেন এত দুশ্চিন্তার?
এই হিউমিড হিট সরাসরি মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। আর একজন কর্মক্ষম মানুষের স্বাস্থ্যের সঙ্গে অর্থনীতির বড় সংযোগ রয়েছে।
বাংলাদেশের মানুষ স্বল্প দক্ষ কায়িক শ্রমের কাজ করে থাকে। এ ধরনের কাজে শীতল পরিবেশে থাকার, কিছুক্ষণ পর পর বিরতি বা বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই।
এর ফলে এতো পরিশ্রমের কাজ কেউ দীর্ঘদিন করতে পারে না। বয়সকালে তারা অসুখ বিসুখে ভোগেন এবং কর্মক্ষমতা একদম কমে যায়। এভাবে একজন মানুষের মোট উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
একে খালি চোখে ছোট বিষয় মনে হলেও এখনও বাংলাদেশের বেশিরভাগ কাজ ম্যানুয়াল লেবার বা কায়িক শ্রমের ওপর নির্ভরশীল। তাই সার্বিকভাবে এই হিউমিড হিট দেশের গোটা অর্থনীতিতে বড় প্রভাব ফেলে।
পার্শ্ববর্তী দেশগুলোর অবস্থা
এর মধ্যে ভারত প্রায় ২৫ হাজার ৯০০ কোটি কর্ম ঘণ্টা হারিয়েছে, যেখানে চীন হারিয়েছে ৭ হাজার ২০০ কোটি ঘণ্টা।
গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভারত গত ২০ বছর, তার আগের ২০ বছরের তুলনায় প্রতিবছরে অতিরিক্ত ২ হাজার ৫০০ কোটি কর্মঘণ্টা হারিয়েছে এবং একই সময়ে চীন হারিয়েছে বছরে অতিরিক্ত ৪০০ কোটি ঘণ্টা।
গবেষণা অনুযায়ী, গত চার দশকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে কর্মঘণ্টার ক্ষতি কমপক্ষে নয় শতাংশ বেড়েছে।
এসডব্লিউ/এসএস/১২৫৫
আপনার মতামত জানানঃ