Trial Run

হেগের সৌদি দূতাবাসে গুলিবর্ষণ

হেগে অবস্থিত সৌদি দূতাবাসে গুলিবর্ষণের পর পুলিশের তৎপরতা,           ছবি : Pars Today

নেদারল্যান্ডের হেগ শহরে সৌদি দূতাবাসে গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয় নি। হেগের পুলিশ জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সকালে এই গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ বলছে, সকাল ছয়টার আগে সৌদি দূতাবাস ভবন লক্ষ্য করে গুলি চালানো হয় এবং গুলির খোসা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। গুলি লেগে জানালার  গর্তের সৃষ্টি হয়েছে।

হেগের পুলিশ মুখপাত্র বলেছেন, সৌদি দূতাবাস ভবনে গুলিবর্ষণের ঘটনা কেন ঘটানো হয়েছে তা তদন্ত করা হচ্ছে তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এখন পর্যন্ত পরিষ্কার নয়।

গুলিবর্ষণের ঘটনার কঠোর নিন্দা জানিয়ে সৌদি দূতাবাস বিবৃতি দিয়েছে এবং নেদারল্যান্ডে বসবাসকারী সৌদি নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

ডাচ কর্তৃপক্ষ দ্রুত এ ঘটনায় কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে সৌদি আরব দেশটির প্রশংসা করেছে। হল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তারা এই গোলাগুলির ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং সৌদি সরকারের সাথে বিষয়টি নিয়ে তার ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছে।

ছড়িয়ে দিনঃ
 • 4
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  4
  Shares