সামাজিক যোগাযোগ মাধ্যম ধর্মের অবমাননাকর প্রচারণার অভিযোগে এক তরুণীকে আটক করেছে র্যাব। রাজধানীর মিরপুর এলাকা থেকে ইসরাত জাহান রেইলি (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর মিরপুরের দারুসসালাম থানাধীন এলাকা থেকে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৪ এর এএসপি সাজেদুল ইসলাম নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র মতে, আটক ইসরাত জাহান রেইলি সাতটি ফেইসবুক আইডি, ২টি ব্যক্তিগত ব্লগভিত্তিক ফেইসবুক পেজ এবং টুইটার আইডি হতে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানি ও সমালোচনামূলক পোস্ট করে আসছে। তার একাধিক ফেইসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেও সে নতুন আইডি খুলে ধর্মীয় উস্কানিমূলক প্রচারণার চেষ্টা চালিয়ে আসছিল বলে র্যাব গণমাধ্যমকে জানায়।
ধার্মিকদের অবুভুতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্যে উস্কানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র, বক্তব্য ও ধর্মের সমালোচনার ডিজিটাল কনটেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে বলেও র্যাব নিশ্চিত করেছে।
তারা জানায়, আসামি অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং এই ধরনের কাজে তাকে নেপথ্যে থেকে কেউ সহযোগিতা করছে কিনা তার তদন্ত চলছে। ইশরাতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত জানানঃ