করোনার টিকা কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটউটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে মহারাষ্ট্রের পুণের মঞ্জরী এলাকায় সেরাম ইনস্টিটউটের একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে নিহত হয়েছে ৫জন। ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের পাশেই ছিল সেরামের ওই নির্মানাধীন ভবন। টিকা তৈরির কাজ সেখানে শুরু না হলেও তার জোর প্রস্তুতি চলছিল বলে ভারতের আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে।
বৃহস্পতিবার সেই বাড়িটিরই চতুর্থ ও পঞ্চম তলে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে কালো ধোঁওয়ায় ঢেকে যায় সমগ্র এলাকা। । খবর পেয়েই অগ্নিনির্বাপণ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে। তবে এই আগুন লাগার ঘটনায় সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছিল যা নিয়ে, সেই টিকা তৈরি ও মজুত করার জায়গাটি নিরাপদেই আছে বলে আশ্বস্ত করেছেন পুণের পুলিশ কমিশনার। বৃহস্পতিবাবার বিকেল পর্যন্ত অগ্নিকাণ্ডে কেউ আহত হননি বলেও জানান সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পূনাওয়ালা।
শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলবাহিনী ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে ৯ জনকে। খালি করে দেওয়া হয়েছে সেরামের ওই ভবনটি। ভিতরে কেউ আটকে আছেন তা দেখে নিচ্ছে দমকল বাহিনী। পুলিশ কমিশনার আশ্বস্ত করেছেন, এক ঘণ্টার মধ্যেই নেভানো যাবে আগুন। ঘটনাস্থলে দমকলের অন্তত ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। বৃহস্বপতিবারের এই ঘটনায় মঞ্জরীতে পৌঁছে গিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও।
অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রা জেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরির কাজ করছে সেরাম ইনিস্টিটিউট। দেশজুড়ে টিকাকরণ শুরু হওয়ায় টিকা তৈরি ও তা বিপুল পরিমাণে সরবরাহের প্রক্রিয়াও জারি রয়েছে সেরামে। এরই মধ্যে কোভিশিল্ড প্রস্তুতকারী সেরামের কারখানায় আগুন লাগায় উদ্বেগ বেড়েছিল। পরে একটি সংবাদ সংস্থা সূত্রে জানিয়ে দেওয়া হয়, সেরাম ইনস্টিটিউটের আগুন টিকা তৈরি ও তা মজুত করার জায়গাটির কোনও ক্ষতি করতে পারেনি।
এব্যাপারে দেশের মানুষকে আশ্বস্ত করেছেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পূনাওয়ালা। একটি টুইট করে তিনি লেখেন, ‘এখনও পর্যন্ত ভাল খবর বলতে এটুকুই যে, যে কারও প্রাণহানি হয়নি। কেউ মারাত্মকভাবে জখম হননি। শুধু একটা বাড়ির দু’টো তল প্রায় পুড়ে খাক হয়ে গিয়েছে। যাঁরা আমাদের জন্য প্রার্থনা করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদের ধন্যবাদ।’
বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। সেরাম ইনস্টিটিউটের এক নম্বর টার্মিনাল লাগোয়া ‘এসইজেড৩’ ভবনে আগুন লাগে। যদিও কীভাবে আগুন লেগেছে, তা জানানো হয়নি সেরাম ইনস্টিটিউটের তরফে। তবে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা জারি রয়েছে এখনও।
প্রথমে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এসে পৌঁছন সেরামের মঞ্জরীর কারখানার সামনে। তাঁদের সঙ্গে প্রথম থেকেই যোগাযোগ রাখছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পরে তিনি নিজেই গিয়ে হাজির হন ঘটনাস্থলে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
আপনার মতামত জানানঃ