সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম গ্রেফতার হয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। রবিবার (১৬ মে) বেলা আড়াইটার দিকে শহরের সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে রোববার সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলমসহ পাঁচ আইনজীবীর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন লিয়াকত হোসেন নামের একজন শিক্ষানবিশ আইনজীবী। এছাড়া তার বিরুদ্ধে একটি মামলার শুনানি চলাকালে পিপি সম্পর্কে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা হয়।
রোববার সদর থানায় একজন শিক্ষানবিশ আইনজীবীর গলায় ‘আমি আইনজীবী নই, আমি টাউট’- এমন একটি লেখা ঝুলিয়ে তা ফেসবুকে ছেড়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন শিক্ষানবিশ আইনজীবী অ্যাডভোকেট লিয়াকত হোসেন।
মামলার আরজিতে বলা হয়- অ্যাডভোকেট শাহ আলম ও তার চার সহযোগী আইনজীবী তার গলায় কুরুচিপূর্ণ লেখাটি জোর করে ঝুলিয়ে দেন এবং তার ছবি ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন।
মামলার অন্য আসামিরা হলেন- অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট তারিক ইকবাল তপু, অ্যাডভোকেট শাহেদুজ্জামান শাহেদ, অ্যাডভোকেট ফুয়াদ হাবিব টিটো।
মামলায় তিনি উল্লেখ করেন, তিনি ল’ পাস করার পর বাংলাদেশ বার কাউন্সিলের সার্টিফিকেট পেয়েছেন। সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ তাকে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে একটি কার্ড দিয়ে স্বীকৃতি দিয়েছেন। অথচ ২০২০ সালের ৬ অক্টোবর সেই সময়কার আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম তাকে তার চেম্বারে ডেকে নিয়ে দরজা বন্ধ করে মারপিট করে গলায় ‘আমি আইনজীবী নই, আমি টাউট’ প্ল্যাকার্ড ঝুলিয়ে ছবি তুলে তার নিজের ফেসবুক আইডিতে ছেড়ে দেন। এতে তার সম্মানহানি এবং মর্যাদাহানি হয়েছে। তিনি এর বিচার দাবি করেন।
সাতক্ষীরা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, শিক্ষানবিশ আইনজীবী লেখক আলীর দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শাহ আলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, লিয়াকত আলী নামে এক শিক্ষানবিশ আইনজীবীকে অশ্লীল ভাষাই গালাগাল করে ইলেকট্রনিক্স ডিভাইস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে লেখক আলী নামে আরেক শিক্ষানবিশ আইনজীবী ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন।
এদিকে অ্যাডভোকেট শাহ আলমকে আটকের ঘটনায় জেলা ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে নিন্দা ও মুক্তির দাবি করা হয়েছে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অ্যাডভোকেট শাহ আলমকে স্বাধীনতা বিরোধী চক্রের’ ষড়যন্ত্রমূলক মামলায় আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ।
এসডব্লিউ/এমএন/ এফএ/১৪৪০
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ