জয়পুরহাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্য একজনের পোস্টের মন্তব্যে মাদ্রাসা নিয়ে কটুক্তি করার অভিযোগে দায়ের করা এক মামলায় সাজেদুর রহমান সুমন (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় জয়পুরহাটের কেন্দ্রিয় মসজিদ এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। সুমন জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকার ইমরান হোসেনের ছেলে বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাজেদুর রহমান সুমন গত ২২ নভেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যবহারকারীর পোস্টে মুসলমানদের পবিত্র হজ্জ, মাদ্রাসা শিক্ষা এবং কুরান সংক্রান্ত বিভিন্ন মন্তব্য করে মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছেন বলে জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন জয়পুরহাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। এ ঘটনায় জয়পুরহাট থানা তদন্ত করে সাজেদুর রহমান সুমনকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করে।
এদিকে সাজেদুর রহমান সুমনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, সুমন মূলত মাদ্রাসা শিক্ষার উপর একটি পোস্টে মন্তব্য করায় স্থানীয় মাদ্রাসা সংশ্লিষ্টরা ক্ষেপে গিয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত পাওয়ার অজুহাতে মামলা করেছে। সুমনের উল্লেখিত মন্তব্যটির পর্যালোচনা করে নেটিজনরা ধর্মীয় অনুভুতিতে আঘাত বা ধর্ম নিয়ে কটুক্তির কোনো উপাদান খুজে পাননি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা চলছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম আলমগীর জাহান জানান, সুমনকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে এবং বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত জানানঃ