নরসিংদী মনোহরদী পৌরসভা বাসস্ট্যান্ড সংলগ্ন কাশবন পার্টি সেন্টারে বিএনপির মনোহরদী করোনা সাপোর্ট সেন্টার স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল আজ বুধবার। এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই সময় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরাও যুবলীগ ও ছাত্রলীগের হামলার স্বীকার হন। এছাড়া লুটপাট, স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, এমনকি সাংবাদিকদের ক্যামেরা ভাংচুর এবং মেমরি কার্ড জোরপূর্বক ছিনিয়ে নে’য়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে।
এই হামলায় আহতদের মধ্যে আছেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দীন নাসির, সহ-সভাপতি আল আমিন পাটোয়ারী, মাধবদী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজীব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম ভুঁইয়া, সুরুজ, শাহাদাত, রুমন। হামলার ঘটনায় যমুনা টিভির সাংবাদিক ইসমাঈল ও চ্যানেলে আইয়ের সাংবাদিক সুমন রায়সহ ২০/২৫ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
সূত্র মতে, পার্টি সেন্টারে হামলার ঘটনার পর সাংবাদিকরা চিকিৎসা গ্রহণের জন্য মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। তবে সেখানেও হামলা চালায় যুবলীগ-ছাত্রলীগ। স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের উপর আবারো হামলা চালিয়ে ক্যামেরা ভাংচুর করা হয় এবং মেমোরি কার্ড ছিনিয়ে নেয়া হয়।
এছাড়া আরও সহিংসতার ঘটনা ঘটে এই করোনা সাপোর্ট সেন্টার উদ্বোধনের ঘটনাকে কেন্দ্র ক’রে। পার্টি সেন্টারের দরজা-জানালার কাঁচ, কয়েকটি গাড়ি, মোটরসাইকেল ভাংচুর করে এবং ছয়টি অক্সিজেন সিলিন্ডারসহ, মাস্ক, স্যানিটাইজার ও ওষুধসহ চিকিৎসা সামগ্রী লুটপাট করে নিয়ে যায়।
সূত্র মতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে বিএনপি করোনা সাপোর্ট সেন্টার স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলের সার্বিক সহযোগিতায় সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অথচ যখন সরকার দলমত নির্বিশেষে, সবাইকে করোনা মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন, সেখানে করোনা সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সহযোগিতা না করে, ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের এই হামলা প্রশ্ন তুলছে সরকারের স্বচ্ছতার উপর।
জানা যায়, হামলা সংঘটিত হওয়ার পরই স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল শিবপুর হাসপাতালে আহতদের চিকিৎসার সার্বিক খোজ খবর নেন।
এ প্রসঙ্গে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিক সোহাগ বলেন, আওয়ামী সন্ত্রাসীরা ন্যাক্কারজনকভাবে পুলিশের উপস্থিতিতে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের হাত থেকে সাংবাদিকরাও রেহাই পায়নি। করোনাকালে সাধারণ মানুষের সহায়তায় ভালো কাজ করতে গেলেও তাদের গায়ে জ্বালাপোড়া শুরু হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
এ প্রসঙ্গে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ বলেন, করোনায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে নরসিংদীর মনোহরদীতে করোনা সাপোর্ট সেন্টার স্থাপন অনুষ্ঠানে যুবলীগ-ছাত্রলীগ অতর্কিত হামলা চালিয়েছে। আমাদের ২০/২৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এ ধরনের হামলা খুবই দুঃখজনক। ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।
এসডব্লিউ/এমএন/এসএস/১৮২২
আপনার মতামত জানানঃ