“বহির্বিশ্বের রাজনৈতিক নেতাদের কাছে শেখ হাসিনা একজন ‘স্বৈরাচারী শাসক হিসেবে স্বীকৃত’। তিনি তোষামোদকারীদের দ্বারা নিজেকে পরিবেষ্টিত রাখেন, যারা তাকে খুশি করতে সারাক্ষণ তাই বলে যা তিনি শুনতে চান। এবং এরাও হাসিনার মতোই ক্ষমতা আঁকড়ে থাকার জন্য মরিয়া”,বলেছেন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এশিয়া বিভাগের সাবেক নির্বাহী পরিচালক ব্র্যাড এ্যাডামস। এপ্রিল ২০২২ পর্যন্ত এই পদে দায়িত্বরত ছিলেন তিনি।
তিনি আরও বলেন, ২০০৯ থেকে আমরা যা দেখেছি তা হলো শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা সম্পূর্ণ কুক্ষিগত করে ফেলেছে। বাংলাদেশ রাষ্ট্র আর আওয়ামী লীগ নামের এই রাজনৈতিক দলটি তাদের কাছে সমার্থক, তারা মনে করে যে তাদের দল এবং রাষ্ট্রের মাঝে কোনও পার্থক্য নেই। এবং তাদের বিশ্বাস এই রাষ্ট্রের ক্ষমতায় থাকাটা তাদের ঐতিহাসিক অধিকার।
বিভিন্ন বিষয় নিয়ে নেত্র নিউজের ইংরেজি বিভাগের সম্পাদক ডেভিড বার্গম্যানের সঙ্গে একটি ভিডিও সাক্ষাতকারে এ মন্তব্য করেন তিনি।
২০ বছর এইচআরডব্লিউর এশিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে শেখ হাসিনার সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ হয় ব্র্যাড এ্যাডামসের, যা নিয়ে তিনি নেত্র নিউজের সাক্ষাতকারে কথা বলেছেন। ২০০৮ সালে বিরোধী দলের নেতা থাকাকালীন গৃহবন্দি ছিলেন শেখ হাসিনা। আর সেসময় তাকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করার জন্য এইচআরডব্লিউর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসিনা।
সেসময় সামরিক বাহিনী-নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ছিল ক্ষমতায়, যারা হাসিনাকে গৃহবন্দি করে রেখেছিল। এ্যাডামস বলেন, লন্ডনে শেখ হাসিনা, নিজে ব্যক্তিগতভাবে আমার সামনে উপস্থিত থেকে আমাকে ধন্যবাদ জানান, হিউম্যান রাইটস ওয়াচকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা তার জীবন বাঁচিয়েছি’, যদিও তার এই বক্তব্য ঠিক না ভুল, জানি না। সেসময় শেখ হাসিনা দাবি করেছিলেন যে বন্দি থাকা অবস্থায় তাকে বিষ প্রয়োগ করা হচ্ছিল এবং সেসময় যারা তার মুক্তির দাবি জানিয়েছে আমরা ছিলাম তাদের মধ্যে অন্যতম এবং এর বদৌলতেই তিনি শেষ পর্যন্ত মুক্ত হন।
সেসময় হাসিনার কৃতজ্ঞতা-প্রাপ্ত এ্যাডামস এখন মনে করছেন যে প্রধানমন্ত্রী হাসিনা বিচারবহির্ভুত হত্যা এবং গুমের বিষয়ে সম্পূর্ণ অবগত এবং সব জেনেও এ বিষয়ে কিছু করছেন না, এমন কোন কূটনীতিক নেই যিনি জানেন না যে হাসিনা জেনে শুনে পুরো বিষয়টার তত্তাবধায়ন করছেন, এগুলো তার অগোচরে ঘটছে না, তিনি এ বিষয়ে জানেন এবং এর জন্য কোনও দায়িত্ব নিতে রাজি নন।”
“যদি হাসিনা এসব বন্ধ করতে চাইতেন তবে তাতে প্রায় সম্পূর্ণই সফল হতেন। কিছু নিয়ন্ত্রণহীন লোকজন হয়তো থাকতো, তবুও সেক্ষেত্রে তিনি সুষ্ঠূ বিচারব্যবস্থার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু এমন কিছুই তিনি করেননি। কাজেই এসব ব্যক্তিরা যা করার করেই চলেছে এবং হাসিনা এমন ভান করছেন যেন এসব ঘটনা ঘটছেই না কিংবা তিনি এসমস্ত ঘটতে দিচ্ছেন।”
সম্প্রতি জারি হওয়া মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য “অত্যন্ত কঠোর বার্তা” বলে মনে করছেন এ্যাডামস এবং এই নিষেধাজ্ঞার ফলে ইতোমধ্যেই বেশ কিছু “জীবন রক্ষা” পেয়েছে বলে বিশ্বাস করেন তিনি, হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য সংগঠন বাংলাদেশের আরও বেশ কয়েকজন ব্যক্তিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানাবে কেননা তার পক্ষে যথেষ্ট স্পষ্ট প্রমাণ রয়েছে। এবং তিনি আরও যোগ করেন যে তার প্রত্যাশা যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন এবং অস্ট্রেলিয়াসহ আরও কিছু দেশ এসকল ব্যক্তির ওপর তাদের নিজস্ব নিষেধাজ্ঞা জারি করবে।”
জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার উদ্দেশ্যে এইচআরডব্লিউ থেকে অব্যাহতি নেওয়া এ্যাডামস বলেন, নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন লবিং ফার্মের পিছনে টাকা নষ্ট করছে। তিনি বলেন যে এই সমস্যা থেকে মুক্ত হবার একমাত্র উপায় হলো, যে কাজগুলো হাসিনা সরকার করছে তা বন্ধ করা, বেনজীর আহমেদকে দেশের পুলিশ প্রধানের পদ থেকে অপসারণ করা, এবং অন্যান্য নেতৃস্থানীয় যারা অভিযুক্ত হয়েছেন তাদের অপসারণ করা এবং আইনের শাসন মেনে চলতে নিবেদিত এমন ব্যক্তিদের পদাসীন করা।
বিরোধী দলে থাকাকালীন করা প্রতিজ্ঞাগুলো কিভাবে আওয়ামী লীগ ভঙ্গ করেছে তা নিয়েও কথা বলেন এ্যাডামস, তিনি বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালীন র্যাব এবং নিরাপত্তা বাহিনীর অন্যান্য বিভিন্ন অংশ, যারা একই ধরনের বিচারবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে অত্যন্ত সরব ছিল। সেসময় আমরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দর সঙ্গে যখনই সাক্ষাৎ করেছি তারা সবসময় বলেছে যে তারা র্যাবকে বিলুপ্ত করবে এবং নিরাপত্তা বাহিনীর উপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।
সেসময় তারা নিজেদের মানবাধিকার ও গণতন্ত্রের, বাকস্বাধীনতার পক্ষের দল হিসেবেও দাবি করেছিল। তারা বলেছিল, “আমরা উদার গণতন্ত্রপন্থী (লিবারাল ডেমোক্র্যাট) এবং আমরা দেশে নাগরিক অধিকার ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করবো এবং বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য রাষ্ট্রীয় সন্ত্রাস যেন না ঘটতে পারে তা নিশ্চিত করবো।
কিন্তু ২০০৯ থেকে আমরা যা দেখেছি তা হলো শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা সম্পূর্ণ কুক্ষিগত করে ফেলেছে। তারা মনে করে যে তাদের দল এবং বাংলাদেশ রাষ্ট্রের মাঝে কোনও পার্থক্য নেই। এবং তাদের বিশ্বাস এই রাষ্ট্রের ক্ষমতায় থাকাটা তাদের ঐতিহাসিক অধিকার।
এবং যখন একজন রাষ্ট্রপ্রধান মনে করেন যে সেই রাষ্ট্রের জনগণের জনমতের ভিত্তিতে নয় বরং অধিকারের বলে তিনি ক্ষমতায় আছেন এবং এই জোর করে টিকে থাকাকে তারা সবার বিরুদ্ধে একটা অস্তিত্বের লড়াইয়ে পরিণত করে, তখন সেই রাষ্ট্রে শোষণ-নিষ্পেষণ নিয়মিত হয়ে দাঁড়ায়। এবং তা-ই হয়েছে। নিজেদের পক্ষে আওয়ামী লীগের যুক্তি হলো, রাজনৈতিক স্বার্থে নয় বরং ‘আমরা যা করার তা দেশের স্বার্থে করছি।’ কাজেই আমি মনে করি তারা যে পথে এগোচ্ছে এখন তা খুবই ভয়ানক।
বহু বছর হলো সঠিকভাবে সব দলের অংশগ্রহণে দেশে কোনও নির্বাচন হয় না; সামনেও হবে কিনা তার কোনও নিশ্চয়তা নেই। এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন নিশ্চিত করার কোনও সদিচ্ছা আওয়ামী লীগের আদৌ আছে কিনা তাও অনিশ্চিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইতোমধ্যেই বিলুপ্ত এবং তা ফেরত আসারও কোনও সম্ভাবনা নেই, ফলে নির্বাচনে সব দলের জন্য সমান রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ থাকবে কিনা তা এখন খুবই অনিশ্চিত।
যারা এসব বিষয় নিয়ে দেশে কাজ করেন তারা আমাদের কাছে খুব পরিষ্কারভাবে জানিয়েছেন যে মানবাধিকার এবং গণতন্ত্রের অবস্থা যেদিকে এগোচ্ছে তা নিয়ে তারা ভীষণ নিরাশ, এবং বহির্বিশ্বের সরকারগুলোও প্রচন্ড নিরাশ। হাসিনা এখন স্বৈরাচারী শাসক হিসেবে স্বীকৃত। তিনি তোষামোদকারী দ্বারা নিজেকে পরিবেষ্টিত রাখেন। এই ব্যক্তিরা তাকে খুশি করার জন্য সারাক্ষণ তাই বলে যা তিনি শুনতে চান। এবং এরাও হাসিনার মতোই ক্ষমতা আঁকড়ে থাকার জন্য মরিয়া।
র্যাব, বিচারবহির্ভুত হত্যা এবং নিষেধাজ্ঞা বিষয়ে তিনি বলেন, “আমি এখানে উল্লেখ করতে চাই, বিচারবহির্ভূত হত্যাকান্ড চালানোর জন্য র্যাব সবচেয়ে পরিচিত হলেও তারাই একমাত্র এতে জড়িত নয়, অন্যান্য নিরাপত্তা সংস্থাও আছে যারা এধরনের কাজ করে থাকে।
আরও একটা বিষয় উল্লেখ করি, যেটা আমাদের ২০০০ সালের পরের কোনও একটা প্রতিবেদনে আছে, সম্ভবত ২০০৫, ২০০৬, বা ২০০৭ এর, অত্যন্ত সিনিয়র একজন বিএনপি কর্মকর্তা আমার কাছে স্বীকার করেছিলেন যে, যেসব বৈঠকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত হয় সেগুলোতে তিনি খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন, এবং সেখানে সিদ্ধান্তই হয়েছিল যে এই বাহিনী দিয়ে মানুষ হত্যা করা হবে, এবং একথা বেশ খোলামেলা ভাবেই স্বীকার করেছিলেন তিনি।
“আমরা বিএনপি, তত্ত্বাবধায়ক সরকার এবং তারপর আওয়ামী লীগের সঙ্গেও বিচারবহির্ভুত হত্যা বিষয়ে কথা বলি এবং আমরা তখন তাদের প্রত্যেককে আমাদের আশঙ্কার কথা বলেছি যে, এটা ভবিষ্যতে ভয়ানক রূপে আবির্ভূত হয়ে ছড়িয়ে যেতে পারে। কারণ বিশ্বের যেসমস্ত দেশ তাদের নিরাপত্তা বাহিনীকে দায়হীনতা দেয় এবং রাজনৈতিক বা দুর্নীতির স্বার্থে তাদের দিয়ে হত্যা-নির্যাতন চালায়, তাদের ক্ষেত্রে ঠিক এমনটাই হতে দেখা যায়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আমরা বলেছি যেসমস্ত দেশেই ক্ষমতা আঁকড়ে ধরতে নির্যাতন চালানো হয়েছে, পরবর্তীতে প্রতিটি রাষ্ট্রে বিশদ আকারে নির্বিচার গ্রেফতার আর গুমের ঘটনা ঘটতে দেখা গেছে।”
“যদি হাসিনা এসব বন্ধ করতে চাইতেন তবে তাতে প্রায় সম্পূর্ণই সফল হতেন। কিছু নিয়ন্ত্রণহীন লোকজন হয়তো থাকতো, তবুও সেক্ষেত্রে তিনি সুষ্ঠু বিচারব্যবস্থার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু এমন কিছুই তিনি করেন নি। কাজেই এসব ব্যক্তিরা যা করার তা করেই চলেছে এবং হাসিনা ভান করছেন যেন এসব ঘটনা ঘটছেই না বা ঘটলেও তিনি ঘটতে দিচ্ছেন। এখানে বলে রাখা ভালো যে, তিনি (হাসিনা) কিছুই জানেন না এবং কী ঘটছে তা বুঝতে পারছেন না, এই ব্যাখ্যা আমি মোটেই বিশ্বাস করিনা। কেউ কেউ বলার চেষ্টা করছে যে রাষ্ট্রের আরও অনেক বিষয় নিয়ে তাকে চিন্তা করতে হয়, ‘তিনি অর্থনীতি এবং অন্যান্য দিক সামলাচ্ছেন’। না, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বেশ ছোট এবং নেতারা জানেন কী হচ্ছে।”
“যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির মাধ্যমে বাংলাদেশেকে খুব শক্ত একটা কথা বোঝানো হয়েছে যে বাংলাদেশ অন্যদের থেকে আলাদা গুরুত্বের অধিকারী না; বিশেষ করে যখন দেশে ডেথ স্কোয়াড থাকে এবং এর নেপথ্যে কারা আছে তা জানা যায় ও তাদের চিহ্নিত করা যায়। শক্ত প্রমাণাদি ছাড়া এই নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।”
“আমি জানি যে হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য সংগঠনগুলো আরও বেশ কিছু ব্যক্তিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানাবে কেননা তার পক্ষে খুব স্পষ্ট প্রমাণ রয়েছে। এবং আরও দাবি জানানো হবে যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন এবং অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশ যেন তাদের নিজস্ব নিষেধাজ্ঞা জারি করে এবং আমার প্রত্যাশা যে এটা ঘটবে।”
বাকস্বাধীনতা বিষয়ে তিনি বলেন, “এখন এতো বেশি সেল্ফ সেন্সরশীপ স্বেচ্ছায় নিজের বক্তব্য দমন করা, এতো মানুষ প্রকাশ্যে মত প্রকাশে ভয় পায়… সবাই হোয়াটসএ্যাপ বা সিগন্যাল (বার্তা পাঠানোর অ্যাপ) ব্যবহার করতে চায়। কেউ মোবাইলে কথা বলতে ভরসা পাচ্ছে না কারণ তারা জানে যে নিরাপত্তা বাহিনীগুলো বেআইনীভাবে তাদের কথা শুনতে বা ইমেইল পড়তে উৎসুক। এখন মানুষ নিজেদের মত প্রকাশেও ভয় পায়, এমনকি রাজনৈতিক বিষয়ে শান্তিপূর্ণ কথাও। এবং বড় বড় গণমাধ্যমগুলো, সেটা প্রিন্ট (পত্রিকা, সাময়িকী), ডিজিটাল (অনলাইন পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যম) কিংবা সম্প্রচার মাধ্যম (টেলিভিশন, রেডিও) যাই হোক না কেন, তাদের সম্পাদনার নীতি সম্পূর্ণ বদলে ফেলেছে যাতে সরকারের সঙ্গে কোনও সংঘাতে যেতে না হয়। এবং আমি অনেক সাংবাদিকের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে তারা সাংবাদিকতা করতেই ভীত। সাংবাদিকতা করা তো কোনও অপরাধ নয়, কিন্তু বাংলাদেশে এখন তা রীতিমতো অপরাধ হিসেবেই গণ্য হচ্ছে।”
এসডব্লিউ/এসএস/১৬৫৫
আপনার মতামত জানানঃ