ক্লাস করাচ্ছেন বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। সাল ১৯৩৪।১৯০৩ সালে যুক্তরাস্ট্রের একটি জেলে সদৃশ্য চেহারার এবং একই নামে কিন্তু আত্মীয়তার সম্পর্ক নেই এমন দুই কয়েদিকে সনাক্ত করা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। আর তখন থেকেই ব্যক্তি সনাক্ত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট প্রথা চালু হয়।এক মহিলা ও শিশু তাদের নিজ অ্যাপার্টমেন্টে অগ্নিকান্ডের সময় আগুন থেকে বাঁচার আশায় জানলা দিয়ে লাফিয়ে পড়ছেন।নির্মানাধীন আইফেল টাওয়ার , জুলাই ১৮৮৮।যুক্তরাস্ট্রে শেষবারের মত জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য। ১৯৩৬ সাল।মার্কিন সৈন্যরা এক বন্দী ভিয়েতনামির মুখমন্ডল কাপড় দিয়ে পেচিয়ে নির্যাতন করছে।শিল্পী Piotr Pavlensky তার কারা মুক্তির দাবিতে যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য এভাবেই নিজের ঠোট সেলাই করেন।১৯০০ সালে শিশুদের এভাবেই ডাক পরিষেবার থলেতে ভরে গন্তব্যস্থলে পাঠানো হত। সে সময় ট্রেনের টিকিটের চেয়ে ডাক টিকিট ছিল বেশী সস্তা।৪০ শতকে এভাবেই পুরুষের দাড়ি কাটা হত।দুই সাহসী খেলোয়ার ভূমি থেকে ১০০০ মিটার উচ্চে বিমানের ডানায় টেনিস খেলছে। সাল ১৯২৫।
We use cookies to ensure that we give you the best experience on our website. If you continue to use this site we will assume that you are happy with it.AcceptPrivacy policy
আপনার মতামত জানানঃ